জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র এবারের পর্ব ধারণ করা হয়েছে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে। আজ প্রচার হবে পর্বটি।
প্রতি পর্বেই 'ইত্যাদি' প্রচার করে বিশেষ প্রতিবেদন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের পর্বে রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির ওপর একটি মানবিক প্রতিবেদন।
এ ছাড়াও মোফাজ্জেল হোসেন পলাশের এক অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহের ওপর রয়েছে আরও একটি অনুসন্ধানী প্রতিবেদন। এ ছাড়াও গত ২৯ নভেম্বর প্রচারিত ইত্যাদিতে দেখানো প্রতিবন্ধী মোহাম্মদ মহিউদ্দিনের ওপর রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। উল্লেখ্য, ইত্যাদিতে সবসময় ভিন্ন আঙ্গিকে বিষয়ভিত্তিক গান প্রচার করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে একটি দেশাত্দবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর, গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।
গানটি দর্শকদের সামনে এবং ঢাকা ও ঢাকার আশপাশে বিভিন্ন স্থানে চিত্রায়ণ করা হয়।
যেহেতু ইত্যাদির বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন স্থানে ধারণ করা হয়-তাই দর্শক পর্বের নিয়মানুযায়ী সেই স্থানকে ঘিরে দর্শকদের বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তর দাতাদের দিয়ে করা হয় দ্বিতীয় পর্ব।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। সঙ্গে থাকার আহ্বান ও বাস্তবতা, কর্মফল, নতুন বছরের প্রতিক্রিয়া, মিছিলের ভিন্ন ধরন, নববর্ষে দম্পতির শান্তি আলোচনা ও প্রতিক্রিয়া, জ্যোতিষের গণনায় বর্তমানসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশকয়েকটি নাট্যাংশ।
বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, আতাউর রহমান, আবদুল আজিজ, মহিউদ্দিন বাহার, মাসুম আজিজ, কিসলু, সুভাশিষ ভৌমিক, আবদুল কাদের, আফজাল শরীফ, কাজী আসাদ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদসহ আরও অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। 'ইত্যাদি' একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।