"১০ ট্রাক অস্ত্র মামলা"র রায়ে কেউ কেউ আকাশ থেকে মাটিতে পরছেন, কেউ কেউ মাটি থেকে আকাশে পরছেন। অস্ত্র মামলায় ফাঁসি? এইটা বাড়াবাড়ি, এইটা রাজনৈতিকভাবে হেয় করার জন্য। এমনকি জেল থেকে সদ্য ভুমিস্ট হওয়া রুহুল কবির রিজভীও বলছেন এ রায় প্রহসনমূলক।
আপনি জানেন কি? বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এক হাজার ৭৯০টি। এর মধ্যে গুলি ১১ লাখ ৪৩ হাজার ৫২০, গ্রেনেড ২৭ হাজার ২০, ম্যাগাজিন ৬ হাজার ৩৯২ ও রকেট লঞ্চার ১৫০টি। যে ধরনের অস্ত্র ছিল এসব অস্ত্রের মধ্যে ৬৯০টি ৭.৬২ এমএম টি৫৬-১ এসএমজি, ৬০০টি ৭.৬২ এমএম টি৫৬-২ এসএমজি, ৪০০টি ৯ এমএম সেমি অটোমেটিক স্পোর্টিং রাইফেল, ১০০টি টমিগান, ১৫০টি ৪০ এমএম রকেট লঞ্চার টি৬৯, ছয় হাজার ৩৯২টি বিভিন্ন অস্ত্রের ম্যাগাজিন, ৭.৬২ এমএম এসএমজি গুলির সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৬৮০টি, ৭.৬২ পিস্তলের (টমি) গুলি চার লাখ, জাপানের তৈরি একটি ওয়াকিটকি (সেট নম্বর টি ০০৬৩৮৫), ২৭ হাজার ২০টি গ্রেনেডের মধ্যে ২৫ হাজার ২০টি ছিল হ্যান্ড গ্রেনেড টি-৮২-২।
১১ লাখ ৪৩ হাজার ৫২০ টি গুলি দিয়ে প্রাণ যেত কয়টি? কতগুলো পরিবার পথে বসতো? কয়টি দেশ অস্থিরতার মধ্যে থাকতো?
আশা করি অনেকেই ভারতের সুপারস্টার সন্জয় দত্ত এর অস্ত্র মামলার রায় এবং সাজার খবর জানেন?!!
এত এত অস্ত্রের সাজা কি ফাঁসি নয়???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।