আসসালামুআলাইকুম সবাই এয়ারটেল সিম দিয়ে ফ্রী নেট ইউজ করছে। কিন্তু এন্ড্রুয়েড ব্যবহারকারি রা করতে পারছে না। তাই আজ আমি আপনাদের জন্য এই ট্রিক্স নিয়ে হাজির হলাম। তাহলে আরো ভাল ট্রিকস নিয়ে হাজির হতে পারি। যাইহোক অনেকেই নাকি এয়ারটেল ফোন দিয়ে এন্ড্রুয়েডে ফ্রী চালাতে পারছেন না ।
তাদের জন্য আমার এই টিউন। প্রথমেই *121*7# ডায়াল করে যেকোন একটা প্যাকেজ কিনুন। 3G পেকেজ কিনলে এবং আপনার এরিয়াতে 3G থাকলে 3G speed পাবেন। নয়তো 2g পেকেজ কিনুন । তারপর নিচের ওপেরা মিনি টা যে েকান hendler ডাওনলোড করুন।
আমরা যেহেতু মেগাবাইট রেখে ব্যবহার করবো এবং পিছন দিয়ে ডাটা কাটতে andrOid expert তাই আমরা পিছন দিয়ে ডাটা কাটা অফ করে নিবো... সেটা করতে Settings=> Data usage এ যান Option থেকে "Restrict Background" এ একটা টিক মারেন। তারপর নিচের মতো সেটিংস করে নিন।
তারপর ওপেরা হ্যান্ডেলার টা ইন্সটল করন। ওপেন করুন। কিন্তু ওপেন করতে গেলে আনলক কোড চাইবে।
আনলক কোড http://www.nextwap.net তারপর নিচের cgi টা অপেরা হ্যান্ডেলার মেনুর Front Query- তে দিয়ে দিন।
save And Install and enjoy..
এখান থেকে prov ফাইল ডাউনলোড করে। ফোনে ড্রফ হিসাবে সেট করুন । UCBrowser 9.1 টা ইন্সটল দিন ।
বি:দ্র: MB রাখা লাগবে কিন্তু কম কাটবে MB এর মেয়াদ থাকা পর্যন্ত ইউজ করতে পারবেন।
কোন সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।