বাজিমাত করলেন সুপার হিরো-হিরোইন শম্পা-সাগর। তাদের জুটিবদ্ধ প্রথম চলচ্চিত্র ‘মনের মধ্যে লেখা’ বক্স অফিসে ঝড় তুলেছে। বৃহস্পতিবার এটি মুক্তি পায় ঢাকার বাইরে। বুকিং এজেন্টদের দেওয়া তথ্যমতে, মফস্বলে এর গড় ওপেনিং কালেকশন ছিল ৭৫ শতাংশ। এতে চলচ্চিত্রটি হিটের তালিকায় স্থান করে নিয়েছে।
কারণ কোনো চলচ্চিত্রের ওপেনিং কালেকশন ৭০ শতাংশ হলেই তাকে হিট হিসেবে গণ্য করা হয়।
বৃহস্পতিবার মফস্বলে মুক্তি পাওয়া মোহাম্মদ হোসেন মুরাদ পরিচালিত এই চলচ্চিত্রটি আজ ঢাকাসহ দেশের মোট ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টা পর্যন্ত ঢাকার প্রেক্ষাগৃহগুলোর টিকিট সেল ছিল গড়ে ৭০ শতাংশ। মফস্বলের মতো ঢাকায়ও এর ব্যবসায়িক চিত্র ছিল সন্তোষজনক। হল মালিকরা বলছেন, চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে।
গল্প, গান, নির্মাণ এবং শিল্পীদের বিশেষ করে শম্পা-সাগরের মানসম্মত অভিনয় চলচ্চিত্রটিকে সফল হতে সাহায্য করেছে।
বুকিং এজেন্ট এবং প্রেক্ষাগৃহ মালিকদের কথায়, শীত মৌসুমে চলচ্চিত্রের ব্যবসা মন্দা থাকে। শীতের কারণে মফস্বলের হলগুলোতে দর্শক যায় না। ঢাকায়ও নাইট শোতে দর্শক থাকে না। তার ওপর এখন বিশ্ব ইজতেমা চলছে।
এ অবস্থায় নতুন মুখের এই চলচ্চিত্রটির টিকিট সেল ৭৫ শতাংশর ঘরে পৌঁছানোকে অভাবনীয় সাফল্যই বলতে হয়। এদিকে সাগর-শম্পার এ সাফল্যে নির্মাতারা এ জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে। এরই মধ্যে জি সরকারসহ বেশ কয়জন নির্মাতা তাদের পরবর্তী চলচ্চিত্রে এ জুটিকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জুটির তিনটি চলচ্চিত্র শীঘ্রই বড়পর্দায় আসছে। এগুলো হলো— এক্সকিউজ মি, ওয়ান ওয়ে রোড এবং লাভ ইউ প্রিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।