আমাদের কথা খুঁজে নিন

   

৫ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার টিকেট

এবার শুধু অনলাইনেই টিকেট কেনা যাবে। টিকেট পাওয়া যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে। যার ঠিকানা www.icc-cricket.com/world-t20।

শুক্রবার এ প্রসঙ্গে হোস্ট টুর্নামেন্ট ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ ধাপের টিকেট বিক্রি শুরু হচ্ছে না। চার দিন পিছিয়ে ৫ ফেব্রুয়ারি থেকে তা শুরু হবে।

এবার শুধু অনলাইনেই টিকেট পাওয়া যাবে। ”

গত বছরের ১৭ নভেম্বর প্রথম দফায় টিকেট বিক্রি শুরু হয়েছিল। সেবার অনলাইনের পাশাপাশি এনসিসি ও অগ্রণী ব্যাংকের ৯২টি ‘মানিগ্রাম আউটলেট’-এ টিকেট বিক্রি হয়েছিল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ এপ্রিল। টুর্নামেন্টের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।



পুরুষ ও মহিলা বিভাগে চারটি সেমি-ফাইনাল ও দুটি ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সেমি-ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা, আর সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা।

সেমি-ফাইনালের টিকেটের সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার টাকা। ফাইনালের ক্ষেত্রে তা ২০০ থেকে চার হাজার টাকা পর‌্যন্ত।




সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।