আমাদের কথা খুঁজে নিন

   

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ৪৯



আদি বাংলার ইতিহাস
(প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ৪৯


ভয়ের উপাদান
নবোপলীয় ধর্মের গুরুত্বপূর্ণ উপাদান ধর্মে ভয়ের উপাদান। তাদের ভয় শুধু অসুস্থতা ও মৃত্যু নিয়েই ছিল না, বরং বিপদ, শুষ্কতা, ঝড় এবং মৃত মানুষ, যে প্রাণী সে হত্যা করেছে তাদের আত্মা সম্পর্কেও ভয় ছিল। খারাপ প্রভাব ব্যতীত প্রত্যেক দুর্ভোগ, অকৃতকার্যতা তাদেরকে অভিভূত করত। এসব থেকে মুক্তির জন্য তারা যাদুক্রিয়ার সাহায্য নিত। আদিবাসীরা অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য প্রচুর আচার-অনুষ্ঠান পালন করত।

যেমন- ভয়ংকর নদী সাঁতরে পাড়ি দেয়ার আগে নদীর তীরে কিছু অনুষ্ঠানাদি পালন করত। বৃষ্টির জন্য, ফসলের জন্য, রোগমুক্তির জন্য, যুদ্ধবিগ্রহে জয়লাভের জন্য, বিবাহ ও মৃত্যুতে অশুভ আত্মাকে খুশি করার জন্য তারা আচার-অনুষ্ঠান পালন করত। ১১৯

নবোপলীয় মানুষের প্রাক-যৌক্তিক মন
নবোপলীয় মানুষ প্রাক-যৌক্তিক স্তরে বাস করত। তারা সচেতন ও অচেতন বস্তুর মধ্যে কোন পার্থক্য করত না। একটি শিশু আগুনে পুড়ে গেলে তারা মনে করত কেউ তাকে যাদু করেছে।

ফলে, যতক্ষণ না অপরাধীকে পাওয়া যাবে, ততক্ষণ পিতামাতার স্বস্তি ছিল না। কোনো কোনো উপজাতি স্বাভাবিক মৃত্যুর ধারণাকে সম্পূর্ণভাবে অস্বীকার করত। জন্ম সম্বন্ধেও তাদের ধারণা ছিল তেমনি। নর-নারীর মিলনের ফলে নারীগর্ভে সন্তানের আবির্ভাব ঘটে, এ কথা কোনো কোনো আদিবাসী বিশ্বাস করত না। তারা বিশ্বাস করত, স্ত্রীর শরীরের মধ্যে কোনো আত্মা প্রবেশ না করলে সে গর্ভবতী হয় না।

১২০ তারা ঋতুগুলোর পরিবর্তন সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করত। তারা মনে করত কৃষিকর্মের প্রক্রিয়া মূলত ঋতুভিত্তিক। এজন্য ঋতু নির্ধারক হিসেবে সূর্যকে দেবতা হিসেবে পূজা করা হতো। তারা প্রকৃতি, গাছপালা, বন-জঙ্গল, পাহাড়-পর্বত এমনকি বন্য-পাখিকে দেবতার আসনে বসাত।

কুসংস্কার ও যাদুবিদ্যা
দেবতার অভিশাপ নিয়ে তারা অত্যন্ত ভীত ছিল।

তারা মনে করত দেবতার অসন্তুষ্টি হলে নানাবিধ বিপদ দেখা দেবে, আর দেবতা সন্তুষ্ট হলে সময়মতো বৃষ্টি হবে, ফসল বপন সম্ভব হবে, সময়মতো ফসল ঘরে উঠবে, সমাজে থাকবে সুখশান্তি। তাই অদৃশ্য শক্তির আশির্বাদ পাওয়ার আশায় ভজন, উপাসনা ও মিনতি করা হতো। এগুলো করতে গিয়ে নানান কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ত। ফলে কুসংস্কার ধর্মের অংশে পরিণত হয়। এর পাশাপাশি বিপদ থেকে রক্ষা পেতে যাদুবিদ্যায় নির্ভরশীল হয়ে পড়ে।

তারা সাবালকত্ব প্রাপ্তি, বিবাহ, রোগ, মৃত্যু বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে যাদুকরের শরণাপনড়ব হতো। সাধারণ লোকদের ধারণা দেয়া হতো যাদুকররা দেবতাদের বংশধর। এ কারণে তারা অনেক সময় সমাজের নেতৃত্ব দিত।

ধর্মযাজক শ্রেণীর সৃষ্টি
কুসংস্কার, যাদুবিদ্যা প্রবেশের ফলে ধর্মের জটিলতা দেখা দেয়। পূজাপার্বণ, আচার-অনুষ্ঠান বেড়ে যাওয়ায় এগুলো ঠিকভাবে পালন ও পরিচালনার জন্য একশ্রেণীর ধর্মযাজকের আবির্ভাব হয়।

১২১ কৃষকের উদ্বৃত্ত ফসলের ভাগ দিয়ে এই ধর্মযাজক শ্রেণীর ভরণপোষণের ব্যবস্থা করা হয়। ১২২ নানা দুর্যোগের দোহাই দিয়ে তারাও যাদুকরদের মতো তাদের উপর মানুষের নির্ভশীলতা বাড়িয়ে তোলে। নতুন নতুন দেবতা, উপাসনালয় গড়ে তোলে। অচিরেই তারা শক্তিশালী, বিত্তবান শ্রেণীতে পরিণত হয়। রাজশক্তি, অভিজাত সম্প্রদায়ের সহযোগিতায় এরাও সমাজের উচ্চ শ্রেণীভুক্ত হয়, কখনো কখনো ক্ষমতার অংশীদার হয়।

১২৩ জন্ম-মৃত্যু উভয় অবস্থাতেই ধর্মযাজকের কর্মকাণ্ড ছিল। বিশেষ করে মৃতদেহ সৎকারের সময় যাজকের অনেক আচার-অনুষ্ঠান ছিল। মৃতদেহ কবর দেয়া বা পুড়িয়ে ফেলার প্রচলন ছিল।

১১৯. P. Niyogi: Buddhism in Ancient Bengal.
১২০. V. Gordon Childe: Man Makes Himself.
১২১ D.E. Sopher: The Geography of Religion.
১২২ নবেন্দ্রনাথ ভট্টাচার্য: প্রাগৈতিহাসিক ভারতবর্ষ।
১২৩ ড: আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো: আবদুল কুদ্দুস শিকদার- সভ্যতার ইতিহাস (প্রবন্ধ)।


পৃষ্ঠা ৯০.
১২৩ ড: আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো: আবদুল কুদ্দুস শিকদার- সভ্যতার ইতপৃষ্ঠা ৯০.িহাস (প্রবন্ধ)

আগামী পর্বেঃ তামার আবিষ্কার, বাংলাদেশে প্রাগৈতিহাসিক অনুসন্ধান।

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ৪৮

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।