আমাদের কথা খুঁজে নিন

   

নরক ( অনুগল্প )

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি ।




~ ভাই একে একটা লাত্থি দিবো ?
~ মনে চায় ?
~ জি ভাই চায় । জোরে করে একটা লাত্থি দিতে মন চায় ।
~ তাহলে দে । ডান পা দিয়ে দিস । খাবার খেতে হয় ডান হাত দিয়ে আর লাত্থি দিতে হয় ডান পা দিয়ে ।


~ আচ্ছা ভাই , তাইলে বিসমিল্লাহ্‌ বলে দিলাম ।
~ আচ্ছা দে । শুভ কাজে বিসমিল্লাহ্‌ বলতে হয় ।

জোরে একটা শব্দ হল । রানা বিছানা থেকে পড়ে গেছে ।

সে মাজায় খুবই বেথা পেয়েছে । তার মনে হল কেউ একজন তাকে লাথি দিয়েছে । খুব জোরে লাথি । লাথি খেয়ে তার ঘুম ভেঙে গেছে । চোখে খুলে সে চারপাশে তাকাল ।

এই রাতে তার সেলে কারো আসার কথা না । এই সেলে সে একাই থাকে । বেশ আরামে থাকে । নরম বিছানা । বাড়ি থেকে একটা তোষক আনিয়েছে ।

নরম বিছানা ছাড়া তার ঘুম হয় না । রাতে মশারি দেয়। বাইরে একটা পুলিশ দাড়িয়ে থাকে । তাকে পাহারা দেয় । সে বড় কয়েদী ।

দেশে বিখ্যাত । হেলিকাপটারে করে তাকে ধরে আনা হয়েছে । এই দেশে যে যতো বড় বিখ্যাত অপরাধি তার খাতির যত্ন তত বেশি ।

~ ভাই আরেকটা লাত্থি দিবো । আরেকটা দিতে মন চায় ।


~ আচ্ছা দে । দুইটা দিলে ক্ষতি নাই । বিসমিল্লাহ্‌ বলে দে ।

আরেকটা শব্দ হল । এইবার রানা চিৎকার করে উঠলো ।

তার বেশ লেগেছে । না সে স্বপ্ন দেখে নি । সে স্পষ্ট দেখছে । দুইটা মানুষ তার ঠিক পেছনে দাড়িয়ে আছে । একজন তাকে লাথি দিয়েছে ।

পা নাচাচ্ছে । অন্যজন হাসছে । ভয়ঙ্কর হাসি । তার মুখে একটা দাঁতও নেই । দন্তহীন মুখের হাসি এতো ভয়ঙ্কর রানা তা জানত না ।



~ ভাই কেমন লাগলো ?
~ আপনারা কারা ?
~ আমরা কারা এইটা বড় কথা না । আগে প্রশ্নের উত্তর দেন । লাত্থি কেমন লাগলো । বেথা কি বেশি পেয়েছে?

রানা ভীত চোখে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আছে । এই লোক বলে কি ? এখানে এল কি করে ।

আবার তাকে লাথি দিয়ে জিজ্ঞেস করে কেমন লেগেছে । সাহস কতো । সকাল হোক । শালার ভাত মাছ এক করে দিবো ।

~ ভাই সাহেব বললেন না যে লাত্থি কেমন লাগলো ।


~ ভাই মস্করা করেন কেন ।
~ ওই ব্যাটা মস্করার কি দেখছিস । এখন দেখবি আসল মস্করা ।
~ মানে ।
~ মানে কি বুঝিস না ।


~ আপনারা এইসব কি বলছেন ।

রানার ভয় বাড়তে থাকে । এই দুই জনকে তার চেনা চেনা লাগে । সম্ভবত তার ভবনে কাজ করতো । কিন্তু এদের তো বেঁচে থাকার কথা না ।

এরা এল কি করে । ঘটনা কি । রানার গলা শুকিয়ে যায় ।

~ ভাই এইবার একে একটা থাপ্পড় দিতে মন চায় । দিবো ?
~ মন চাইলে দিবি ।

অবশ্যই দিবি । দে থাপ্পড় দে । শব্দ করে দিবি । গালে যেন পাঁচ আঙ্গুল বসে যায় ।
~ ভাই আঙ্গুল তো চাইরটা ।

একটা কাটা পড়েছে । চাইর আঙ্গুল বসলে সমস্যা আছে ।
~ না নাই । আঙ্গুল বসা দিয়ে কথা । দে চড় দে ।



ভয়ঙ্কর জোরে শব্দ হয় । চড়ের শব্দ । রানা চিৎকার করে উঠে । তার ধারণা , তার অন্ততও দুইটা দাঁত পড়ে গেছে । সে চিৎকার করে পুলিশকে ডাকতে থাকে ।



ঘটনা ২

গত এক মাস ধরে কনস্টেবল গোলাম রসূল নাইট ডিউটি করছে । মাসুদ রানার সেলের পাহারাদার সে । গোলাম রসূল ঘুম কাতুরে । রাতে তার ঘুম ধরে । তবে এই একমাস ধরে রাতে তার ভালো ঘুম হয় না ।

রানা প্রতিরাতে চিৎকার করে । তাকে ডাকতে থাকে । কে জানি তাকে লাথি মারছে । তাকে চড় মারছে । গলা টিপে ধরছে ।

পাগল কোথাকার । গেটে তালা । সে পাহারা দিচ্ছে । এই রাতে কে এসে চড় মারবে । মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নাই ।

আগে প্রথম ডাকেই সে উঠে যেত । এখন আর যায় না । পাগল ডাকলেই যেতে হবে এর কি কোন মানে আছে । খাক , সে চড় থাপ্পড় খেয়ে চিৎকার করুক । সকালে দেখা যাবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।