শুক্রবার সারা দিনে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সিইউএফএল’র সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার ছাড়া আর কারো সঙ্গে স্বজনদের কেউ দেখা করেননি বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল কাদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাশাপাশি দুটি কনডেম সেলে আসামিদের রাখা হয়েছে। ”
শুক্রবার শুধু মহসিন উদ্দিনের ছেলে তার সাথে দেখা করতে আসেন বলে জানান তিনি।
আগামী ৪ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবেরের অন্য একটি মামলার শুনানির জন্য আদালতে হাজির করার কথা রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারা কর্মকর্তারা জানান, শুক্রবার সারা দিনই দশ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত সবাইকে ‘বিমর্ষ’ দেখা গেছে। সাধারণ বন্দিদের জন্য বরাদ্দ করা খাবারই তাদের খেতে দেয়া হয়।
কারাগারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিজামী-বাবরসহ আসামিদের সকলেই বিমর্ষ ছিলেন। তারা অধিকাংশ সময়ই কনডেম সেলে কটিয়েছেন।
”
এখনো সুস্থ নন এনামুল
রায়ের পর আদালতের কাঠগড়ায় বেহুঁশ হয়ে পড়া সিইউএফএল’র সাবেক জিএম (প্রশাসন) কেএম এনামুল হক শুক্রবারও অসুস্থ ছিলেন।
কনডেম সেলের পৃথক একটি কক্ষে তিনি কারা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান জেলার রফিকুল কাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।