ব্রাজিল বিশ্বকাপের টিকিটের জন্য দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে ৩৫ লাখ ফুটবল ভক্ত আবেদন করেছেন। ১৯৯টি দেশ থেকে এই আবেদন এসেছে বলে জানিয়েছে ফিফা। গত বৃহস্পতিবার ফিফার মার্কেটিং বিভাগের পরিচালক থিয়েরি ওয়েল বলেন, ১২টি স্টেডিয়ামের জন্য মোট টিকিট আছে ৩০ লাখ। অথচ এরই মধ্যে দশ গুণ বেশি আবেদন জমা পড়েছে।' আবেদনের প্রথম সুযোগেই দশ মিলিয়ন ফুটবল ভক্ত আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্যে ৮০ শতাংশই হচ্ছে ব্রাজিলিয়ান! প্রায় ২৬ লাখ আবেদন জমা পড়েছে ব্রাজিলিয়ানদের কাছ থেকে। বিশ্বকাপের ৬৪ ম্যাচের ৬২টির জন্যই তারা আবেদন করেছেন। ১২ মার্চ থেকে ফিফা আবেদনকারীদের মধ্যে টিকিট বিক্রি শুরু করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।