শনিবার তাদের সঙ্গে একই দণ্ডে দণ্ডিত এনএসআইয়ের সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিমকেও ঢাকায় পাঠানো হয় বলে চট্টগ্রামের কারা কর্মকর্তারা জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর আমির নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে।নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার বিচার চলছে।
বাবরসহ অন্য তিনজন ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার আসামি। আগামী ৪ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
চট্টগ্রামের কারারক্ষক রফিকুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চারজনকে নিয়ে ঢাকার পথে গাড়ি রওনা হয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের আদালত নিজামী,বাবর, রেজ্জাকুল ও রহিমসহ ১৪ জনকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেয়।
১৪ জনের মধ্যে কারাবন্দি ১২ জনকে সেদিন থেকে চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে রাখা হয়েছিল। এখন চট্টগ্রামের কারগারে থাকছেন আটজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।