নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আজ শনিবার ভোর রাতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।এরা হলেন- উপজেলার করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ হোসেন (২৭) ও রেজাউল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৫)।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকার নো-ম্যান্স ল্যান্ডের মেইন পিলারের ২৪০/৫ আর এলাকা দিয়ে উক্ত দুই গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার পথে ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে সেখান থেকে গরুসহ ধরে নিয়ে যায়।এ বিষয়ে বিজিবির করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত চেয়ে ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছিল। তারা চিঠির জবাবে বলেছেন, আটকৃতদের ভারতের বামনগোলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।