আমাদের কথা খুঁজে নিন

   

"পরস্পর"-নাসির শ্রাবন

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

পরস্পর -পরস্পরের দিকে
এখন ও মধ্যরাত-চাঁদ উঠেনি পশ্চিমে
তোমার চুল হাওয়ার ঝাপটায় আমায় ছুতে চায়
-আর তুমি?
মগ্ন উৎসুক ঠোঁট-প্রত্যাশায় চায় মরন চুমো
বাহু চায় বাহুর সান্নিধ্য
কী অদ্ভুত এই রাএি!
বাতাসে শূন্যতায়-কীসের গুন্জন উঠে
কানপাতি..ছুয়ে দেখতে চাই রাতের নগ্ন শরীর!
শেষমেশ অনুভূতি ডুবিয়ে উঠে কান্নার রোল
সপ্ন-এ এক দুঃসপ্ন মায়াময় ক্ষতের
খানিকবাদে টের পাই;হেলায় ফেলায় ফেলে যাওয়া
এক পরিত্যক্ত কৌটা আমি!
২৬/২/২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।