হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।
নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX
আমার ঝান আমারে মেসেজ দিছে "১৪ ফেব্রুয়ারীতে আমি আর একটিবার তোমার প্রেমে পড়তে চাই"। আমি তো মহা টেনশনে পড়ছিলাম। অনেক ভাইবা ভয়ে ভয়ে রিপ্লাই দিলাম "তুমি খালি আমার প্রেম না, আমার খাট, সোফা, টেবিল, চেয়ার, কম্পিউটার, বই, খাতা সবকিছু এমনকি আমার উপরেও পড়তে পারো। কুনো টেনশান নাই।
মাগার এই কথাটা বলিয়া দিতে চাই যে আমার কাছে কিন্তুক কুনো ট্যাকা নাই। "
নোটঃ দ্যা থিউরি অব ফুডা পকেটিভিটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।