হয়তোবা ভালবাসি । হ্যাঁ , হয়তোবা ভালবাসি তোমায় । দোদুল্যতা আর সংকোচে ভরা হৃদয় থেকে আর হয়তো ভালবাসি কথাটাই বলা হবে না তোমায় । তোমার সামনে যেতেও ইদানীং ভয় হয় । মনে হয় কখন যে কোন ঘটনা দূর্ঘটনা হয়েই ধরা দেয় ।
তোমার ঐ চোখের রাঙ্গা চাহনির মুখোমুখি হতেও বুক দুরুদুরু কাঁপে । মনে হয় , এই বুঝি সব বলে ফেললাম । এই বুঝি সব 'না' এ রা 'হয়তোবা ভালবাসি' তোমায় বলার অপরাধে দলবেধে আমার বিরুদ্ধে বিক্ষোভে ফেঁটে পড়বে । দেখো তুমি , কত অদ্ভুত আমার কল্পনা । জানিনা এর কোন শেষ আছে কিনা কিংবা এ ও জানিনা এ পথের দৈর্ঘ্যই বা কতটুকু ।
তবে হ্যাঁ , পথের শেষ কোন প্রান্তে গিয়েও বলবো , সত্যিই আমি হয়তোবা ভালবাসি তোমায় . . . . . . !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।