আমি একজন সাধারণ মানুষ। আমার সন্তানেরা আমায় অসাধারণ করেছে।
নতুন জীবন নিয়ে তুমি আছো মেতে
পুরানো কথা গিয়েছ ভুলে
এসেছিল যে তোমারই জীবনে।
সুখে থাক করি এ দোয়া
করি মিনতি তোমায় আমি
ভুলে যেও না আমায় তুমি ।
আর চোখে চেও শুধু একটি বারই
আমার পানে।
দিও মোরে শান্তনা মোরে
কাঁদে হৃদয় আমার তরে
না হয় কর অভিনয়।
তবুও তো ভরে উঠবে
মোর হৃদয়।
রচনাকালঃ ১৯৬৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।