আমাদের কথা খুঁজে নিন

   

3.5G কি এবং কেন 3.5G হ্যান্ডসেট সমর্থিত কিনা

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো মোবাইল প্রযুক্তির প্রথম generation "G" এনালগ সেল ফোন (1G) ,ডিজিটাল ফোন (2G) তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, 3G ন্যূনতম গতি 144Kbps,চতুথ generation 4G

3G= WCDMA=300Kbps TO 349Kbps
3.5G=HSDPA=350Kbps to14.4Mbps to 21Mbps
3.9G= 999Mbps
4G=1GB to unknown GB
WCDMA = 3G 3rd generation mobile technology
HSDPA or HSUPA or HSPA = 3.5G HighspeedDownlinkPowerAcess
3.5G কি কেন
3.5G হচ্ছে তৃতীয় প্রজনমের মোবাইল দ্রুতগতির ইন্টারনেট, মাল্টিমিডিয়া সার্ভিসেস ও ভিডিও কল করার সুবিধা। । এই প্রযুক্তির সাহায্যে গ্রাহক 2G প্রযুক্তির চেয়ে 3 গুণেরও বেশি গতিতে ইন্টারনেট চালাতে পারবেন।
আপনার ৩জি ফোন/ডিভাইস থেকে আপনি ৩.৫জি প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, এবং ভিডিও কল করতে পারবেন, টিভি দেখতে পারবেন, উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন, এবং সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

কী ধরনের নতুন সেবা পাবেন
সুপার হাই স্পীডে ওয়েব ব্রাউজিং
অব্যাহতভাবে সরাসরি মিউজিক শোনা এবং ভিডিও দেখা
দ্রুত গতিতে বড় আকারের ফাইল ডাউনলোড
আগের চেয়ে বেশি ইন্ট্যারাক্টিভ এইচডি গেম
বড় ইমেইল অ্যাটাচমেন্ট দ্রুত ডাউনলোড সুবিধা
৩জি ফোন থেকে যে কোন স্থান থেকে আপনার পরিবার ও বন্ধুদের সাথে কথা বলা
৩জি ফোনে সরাসরি কৃকেট/ফুটবল ম্যাচ দেখা
WCDMA ও HSPA এর মধ্যে পার্থক্য
WCDMA এমন একটি 3G টেকনোলজি সাপোর্ট করে যা ভাল কাভারেজ এলাকায় সর্বোচ্চ ৩৮৪ Kbps।


HSPA দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি HSPA ২১.১ mbps স্পিডি দিতে সক্ষম।
হ্যান্ডসেট থ্রিজি সমর্থিত কিনা তা কিভাবে জানবো
থ্রিজি কভারেজের আওতাভুক্ত অঞ্চলে থাকেন এবং আপনার হ্যান্ডসেটের স্ক্রিনের উপরের দিকে যদি ‘3G’ বা ‘H’ প্রদর্শিত হয়, তাহলে বুঝবেন যে আপনার হ্যান্ডসেটটি থ্রিজি সমর্থিত এবং আপনি থ্রিজি সার্ভিস ব্যবহার করতে পারবেন। আপনাকে আরো নিশ্চিত হতে হবে যে আপনার ফোন সেটিংস যাতে ‘2g Only’তে সেট করা না থাকে। ২ ধরণের হ্যান্ডসেট পাওয়া যায়- WCDMA (R99) এবং HSPA। WCDMA (R99) ডিভাইসগুলো 3G ডিভাইস, কিন্তু তা সর্বোচ্চ ৩৮৪kbps স্পিডে 3G সুবিধা প্রদান করে থাকে।

অপরপক্ষে HSPA হ্যান্ডসেট হাইস্পিড ডিভাইস এবং এগুলো ৩.৬ থেকে ৭.২ mbps স্পিডে 3G সুবিধা প্রদান করে থাকে। অতএব সর্বোচ্চ সুবিধা পেতে আপনি HSPA হ্যান্ডসেট ব্যাবহার করতে পারেন।

3G নেটওয়ার্ক সেটিংস
ফোন সেটিংস যান,
নেটওয়ার্ক সেটিংস / নেটওয়ার্ক মুড সিলেক্ট করুন,
Dual Network / 2G & 3G mode / 2G & UMTS mode সিলেক্ট করুন,
এবং সেইভ করতে OK চাপুন।

3.5G হাই স্পিড পেতে কি লাখবে।
আপনার ডিভাইস WCDMA ও HSPA সাপোর্ট করতে হবে।


ভালো নেটওয়ার্কের আওতায় থাকতে হবে।
3.5G কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে।
3.5G কাভারেজ এরিয়ার কি ভাবে জানবেন।
নিচে লিংকে গিয়ে যেনে নিন আপনার এরিয়া 3G কাভারেজ আছে কি না।
গ্রামীণফোন
http://www.grameenphone.com/bn/products-and-services/gp-3g/coverage-map
রবি
http://www.robi.com.bd/bn/3.5G/3.5g-coverage
অ্যাক্টিভেশন পদ্ধতি
গ্রামীণফোন অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *500*52#
রবি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *666*1#
নতুন সিম প্রয়োজন হবে না।

আপনার বর্তমান সিম 3.5G সক্রিয় করতে পারবেন। ,সিম এর পরিবর্তন প্রয়োজন নেই। আজ এ পযন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।