আমাদের কথা খুঁজে নিন

   

ভোট এগিয়ে আসছে ঊপকূল ও হাওরে

সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ১৬ জেলার রিটার্নিং কর্মকর্তারদের কাছে উপজেলাগুলোর তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, দেশের ১৬ জেলায় ৪৯টি ঊপকূলীয় উপজেলার মধ্যে অনেকগুলোতেই মেয়াদ শেষে জুনের মধ্যে নির্বাচন করার সুযোগ রয়েছে। এর আগে সেভাবেই ভোট করার কথা ভাবা হচ্ছিল। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বর্ষা মৌসুমের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব উপজেলায় মার্চেই ভোট সেরে ফেলা হতে পারে।

ইসি সচিবালয়ের সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) মোহাম্মদ আশফাকুর রহমান রোববার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের [অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা] পাঠানো এক চিঠিতে বলেন, ২৩ জানুয়ারি আইন-শৃঙ্খলা সভায় ঊপকূলীয় ও হাওর এলাকার উপজেলাগুলোর ভোটগ্রহণের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।

‘অতি জরুরি’ উল্লেখ করে ৩ ফেব্রুয়ারির মধ্যে ‘নির্বাচনযোগ্য’ উপজেলাগুলোর তালিকা ফ্যাক্স ও ডাকযোগে কমিশনে পাঠানোর নির্দেশনা দেন এই কর্মকর্তা।

আসছে ১৯ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি দুই দফায় দুই শতাধিক উপজেলায় ভোট হবে। ৪৮৭ উপজেলার বাকিগুলোয় আরো চার ধাপে ভোটের কথা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ রোববার বলেন, “মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় ধাপের ভোট হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে আমাদের।

তফসিল কবে দেয়া হবে সে বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব আমরা। ”

ইসি কর্মকর্তারা জানান, আগামী ৬ ফেব্রুয়ারি  উপজেলা নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বৈঠক হবে। ইসির সিদ্ধান্ত এলে ওইদিন বা রোববার তৃতীয় দফার ভোটের তফসিল হতে পারে। ওই দফাতেই উপকূলীয় ও হাওর এলাকাগুলো যোগ হতে পারে।

উপকূলে যতো উপজেলা

ভোলা: সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা।

মোট ভোটকেন্দ্র ৩৭১টি।

বরগুনা: সদর, আমতলী, বেতাগী, পাথরঘাটা ও বামনা। ভোটকেন্দ্র ২২৪টি।

বাগেরহাট: মংলা, রামপাল ও শরণখোলা। ভোটকেন্দ্র ১৩০টি।

খুলনা: বটিয়াঘাটা, দাকোপ ও কয়রা। ভোটকেন্দ্র ১৫৪টি।

নোয়াখালী: হাতিয়া উপজেলা। ভোটকেন্দ্র ৫৮টি।

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলা।

ভোটকেন্দ্র ৭৯টি।

কক্সবাজার: মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ। ভোটকেন্দ্র ১৪৩টি।

বরিশাল: হিজলা ও মেহেন্দিগঞ্জ। ভোটকেন্দ্র ৯৮টি।

সিরাগঞ্জ: রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি ও চৌহালী। ভোটকেন্দ্র ২৪৪টি।

পটুয়াখালী: কলাপাড়া ও দশমিনা। ১৬৫টি ভোটকেন্দ্র।

পিরোজপুর: কাউখালী উপজেলা।

৬৬টি ভোটকেন্দ্র।

সাতক্ষীরা: কলারোয়া উপজেলা। ভোটকেন্দ্র ৬৬টি।

হাওরবেষ্টিত উপজেলা

হবিগঞ্জ: বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই। ১২৯টি ভোটকেন্দ্র।

সুনামগঞ্জ: ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। ভোটকেন্দ্র ৫৬৯টি।

কিশোরগঞ্জ: ইটনা ও মিটামইন। ৮০টি ভোটকেন্দ্র।

নেত্রকোনা: পূর্বধলা ও সদর উপজেলা।

৭৩টি ভোটকেন্দ্র।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।