গতবার এমন কি করেছিলো যে বিএনপির জনপ্রিয়তা আওয়ামী লীগের থেকে বেশি ছিলো আর আওয়ামী লীগ গায়ের এবং বুদ্ধির জোরে ক্ষমতায় থেকে এমন কি করলো যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেড়ে গেলো?
আমার মনে হয় প্রথম আলো ভাবছে যে থাক এরা যখন ৫ বছর থাকবেই কামরা কামড়ি করে কি লাভ? একটু খাতির করি!
প্রথম আলোর এই কাজেই বোঝা যায় আওয়ামী লীগকে কেউ ৫ বছরের আগে কেউ নামাতে পারবেন না, এরাও নামবে না।
আর আমি ব্যাপারটা সাধারন মানুষ হিসেবে খারাপভাবে দেখি না। আমার দরকার কারেন্ট, রাস্তাঘাট, ফ্লাইওভার, দুর্নীতি মুক্ত মন্ত্রী, শক্ত মানষিকতার একজন প্রধানমন্ত্রী, আরো কয়েকটা হাতিরঝিল হইলে খারাপ হয় না!
বিএনপি জামাতের পায়ের তলায় চাপা পড়ে গেলো। জামাত বিএনপিকে গ্রাস করে সর্বনাশ করে ছেড়ে দিলো আর এরা বুঝলোও না। সাধারন মানুষ যদি আওয়ামী লীএর উপ্রে না রেগে যায় তাহলে আসলেই তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।
আর আওয়ামী লীগের আসলেই দেশ প্রেম আছে। তারা বাংলাদেশের জন্য কিছু করবে। বিএনপি কোন দলের মধ্যেই পড়ে না। জেনারেল জিয়া ভালো ছিলেন, তিনি বেচে থাকলে বিএনপির কিছু একটা হতো। যারা ভালো ছিলো তাদের লাথি দিয়ে সব চাপাবাজ, সুবিধাবাদি ভরে গিয়েছে।
বাংলাদেশ এগিয়ে যাক। জয় বাংলা। পাইক্যা স্টাইলে কমু না বাংলাদেশ "জিন্দাবাদ"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।