প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরির সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ জানুয়ারি হবে পাঠ্যপুস্তক উৎসব দিবস। আজ রোববার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিদর্শন শেষে বই পাঠানোর সর্বশেষ অবস্থার খবর নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উত্সব উদ্বোধন করা হবে। এ ছাড়া আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ২০১৩ সালের পাঠ্যবই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। ’ খবর বাসসের।
নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থী গভীর আগ্রহ নিয়ে নতুন বই নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরাও সময়মতো তাদের হাতে বই দিতে প্রস্তুত। ইতিমধ্যে সব স্কুলে বই পৌঁছে গেছে। ’ ঢাকা থেকে জেলা-উপজেলা ও স্কুলগুলোতে বই পরিবহনের খরচ সরকার বহন করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বইয়ের জন্য কোথাও কাউকে টাকা দেবেন না। কেউ টাকা দাবি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন, প্রয়োজনে আমাদেরও জানাবেন।
’ এ ছাড়াও এবার প্রথমবারের মতো বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও আনন্দপাঠ বইও সরকার দিচ্ছে বলে তিনি জানান।
এনসিটিবি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সারা দেশের স্কুলগুলোতে বই পৌঁছে দেওয়া সম্পর্কে জানতে চান। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। এরপর তিনি উত্পাদন ও বিতরণ শাখা পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বইয়ের কাজ করার জন্য এনসিটিবির সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
এবার প্রাথমিকে ১০ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৭১৪টি, ইবতেদায়িতে ১ কোটি ৭২ লাখ ১ হাজার ৪০টি, মাধ্যমিকে ১১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৩৩১টি, মাদ্রাসায় ২ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৫৪০টি এবং কারিগরিতে ১৩ লাখ ২৮ হাজার ৪৮১টি বই বিতরণ করা হবে। বই পরিবহনের কাজে ১০ হাজার ৫০৭টি ট্রাক ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিদেশে বাংলাদেশ পরিচালিত স্কুলগুলোতেও বই পৌঁছানো হয়েছে।
তাছাড়া ১ জানুয়ারি তারিখে ই-বুকে (http://www.ebook.gov.bd) এবং এনসিটিবির ওয়েবসাইটে (http://www.nctb.gov.bd) সব পাঠ্যপুস্তক পাওয়া যাবে।
এসব বই দেশে ও বিদেশের যে কেউ ডাউনলোড করতে পারবে
প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।