আমাদের কথা খুঁজে নিন

   

৫ হাজার কচ্ছপ উদ্ধার

পাচারের চেষ্টার সময় পাঁচ হাজার কচ্ছপ উদ্ধার করেছে কলকাতার বনগাঁ থানা পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর পেট্রাপোল সীমান্তের কাছে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বনগাঁ থানার পুলিশ। সন্দেহ হওয়ায় দুটি লরি আটক করে তল্লাশি চালায় তারা। সেখান থেকে পাঁচ হাজার কচ্ছপ উদ্ধার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বনগাঁ থানার পুলিশ।জানা গেছে, অন্য জায়গায় পাচারের উদ্দেশ্যে ওই তিনজন কচ্ছপ নিয়ে যাচ্ছিলেন। তাদের গ্রেফতার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।