সময় ভ্রমণ
-মাহফুজ খান
সকাল বেলাতে স্কুলের প্রিয় এক বন্ধু'র সাথে ফোনে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে সে একটা অতীব গুরুত্বপূর্ণ তথ্য জানালো। আমদের এস.এস.সি পাশ করা নাকি ২০ বছর হয়ে গেছে। আমি তো অবাক। তাহলে এখন আমাদের বয়স কত? বয়স গনণা করতে গিয়ে তো রীতিমতো অবাক হলাম।
কিভাবে এতগুলো বছর কেটে গেল বুঝতেও পারলাম না। অনেক কিছুই তো এখনো বাকি। সময় ভ্রমণে যুবকবেলার শেষ প্রান্তে অবস্হান করছি। কত কিছুই না করতে চেয়েছিলাম, অনেক কিছু এখনো করা হয়ে ওঠেনি।
স্মরণ করতে থাকলাম বন্ধুদের প্রিয় মুখগুলো।
অনেক ভালো লাগছে তাদের কথা ভাবতে। তারা সবাই এখন ভীষণ ব্যস্ত জীবন কাটাচ্ছে। একই শহরে অবস্হান সত্বেও বন্ধুদের সাথে দেখা-সাক্ষাত হয়ে উঠছে না। অনেকে আবার আমার মত প্রবাসী। এক বন্ধুর কাছে অন্য সবার খবরা-খবর নিতে হচ্ছে।
এতটুকুতেই শান্ত থকতে হচ্ছে।
খুব ইচ্ছে হয়, যদি সময় ভ্রমণে অতীতে যেতে পারতাম। বন্ধুদের নিয়ে আবার মজার সময় কাটানো যেত।
জানি এটা সম্ভব নয়। তাই তো স্মৃতির পাতাগুলো সময় করে উল্টাতে থাকি।
বেশ ভালো লাগে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।