আমাদের কথা খুঁজে নিন

   

││বেদ ভেদে দৃষ্টির পার্থক্য││

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।


রাত দুপুরে মন খারাপের খা-খা সময়টাতে
বালখিল্য খেলাতে হেরে যাচ্ছি তুমুল!
আত্মা ছেড়ে যাচ্ছে আশ্চর্য সমাপতন,
শিয়রের গবেষণা ভ্রূণ। টইটুম্বুর রঙ
কুচি কুচি নিঃস্বতায় রেখে যাচ্ছে দরিদ্র জীবন
মাকড় জাল, ঘাম গন্ধের ক্রিয়া-অব্যয়
রাফখাতার উপর নতুন তথ্য-উপাত্তের ফাই!
গণিতশাস্ত্র আঁকতে শিখুক ইউরেনিয়ামের ঘনত্বে
লালসার রঙ। লালায় মেশানো কৌশলী ক্যানভাসে
কি করে জ্বলে ওঠে স্ফুলিঙে স্পার্টাকাস!

সুচিত্রা, ঘুম পাচ্ছে খুব
মার্চপাস্টের মহড়ায় মানবতা এলে, ডেকে দিও।
আমি যুদ্ধে যাবো—
সংসদে বৈধতা পেলে ধ্বংস ও নৈরাজ্যের ছায়ানট
লগারিদ্মের অপভ্রংশে নেচে ওঠাবো সুর-ঝুমুরে লালকুঠি
নাচতে শেখাবো অনাগত প্রতিটি শিশুর আত্ম-চিৎকার!

বয়:সন্ধিকালে তোমার ফ্রকের পরিধি চষে
পুরোটাই গিলে ফেলিনি মৌলিক অধিকার—
প্রতিজ্ঞা সুতোয় কাঁধে বাঁধা আছে চলমান বীজের ব্যাগ

৩১.০১.২০১৪│০৩.২৩│ধানমণ্ডি

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।