আমাদের কথা খুঁজে নিন

   

আজ 'ভারতরত্ন' নিচ্ছেন শচীন

বিশ্বের ক্রিকেটরত্ন শচীন তেন্ডুলকার আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে 'ভারতরত্ন' পুরস্কার গ্রহণ করবেন। ভারতে এবারই প্রথম কোনও ক্রীড়াবিদ এই সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন। যদিও দেশের ক্রীড়ামহলে এই নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, শচীন তেন্ডুলকারকে দেশের এই সর্বোচ্চ সম্মান দিলে হকির জাদুকর ধ্যানচাঁদকে অবহেলা করা হবে।

এদিকে, ১৪ নভেম্বর মুম্বাইয়ে শচীনের বিদায়ী টেস্টের প্রথম দিনই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া শুরু হয়। সেই দিনই দুপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শচীনের জীবনপঞ্জী বা বায়োডাটা চায় প্রধানমন্ত্রীর দফতর। ১৫ নভেম্বর রাহুল গান্ধী শচীনের খেলা দেখতে

ওয়াংখেড়েতে যান এবং সেই দিনই সকল নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে শচীনকে ভারতরত্ন দেওয়ার সুপারিশ পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আর শচীনকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তে ২৪ ঘণ্টার মধ্যে সিলমোহর পড়েছিল বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।