আমাদের কথা খুঁজে নিন

   

এক পেসারেই ভরসা বাংলাদেশের

ওয়ানডেতে বেশ ক’বার একজন পেসার নিয়ে খেললেও আগের ৮২ টেস্টে কখনোই এমনটা হয়নি। একজন পেসারের সঙ্গে অন্তত একজন পেস অলরাউন্ডার ছিলেনই। চট্টগ্রাম টেস্টের দলের অলরাউন্ডাররা সবাই স্পিনার।

মিরপুর টেস্টে তিন পেসার খেলিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংস ও ২৪৮ রানের লজ্জাজনক পরাজয়ের পর চট্টগ্রাম টেস্টে আমূল বদলে গেছে বাংলাদেশের বোলিং আক্রমণ।

দ্বিতীয় ও শেষ টেস্টের দলে রাখা হয়নি পেসার রবিউল হোসেন ও রুবেল হোসেন। সোমবারই প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন খেলছেন না রবিউল। বাদ পড়েছেন ব্যর্থ রুবেলও।

মিরপুরে ২৯ ওভার বল করে ১০৯ রান দেন রবিউল। রুবেল ২০ ওভার বল করে ৮৪ রান দেন।

দুজনই ছিলেন উইকেটশূন্য।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাটসম্যানরা সহায়তা পেলেও শেষ দিকে ভালোই সহায়তা পাবেন স্পিনাররা। তাই সাকিব আল হাসান ও সোহাগ গাজীর নেতৃত্বাধীন স্পিন আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

সোমবার সংবাদ সম্মেলনেই স্পিন নির্ভর আক্রমণে ফেরার কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

“চট্টগ্রামে শেষ টেস্টে সোহাগ, সাকিব ভালো করেছিল। চট্টগ্রামে উইকেট একটু স্পিন সহায়ক হয়ে থাকে। আমাদের দলে রাজভাই (আব্দুর রাজ্জাক), রিয়াদভাই (মাহমুদুল্লাহ) আছেন। আশা করি আমাদের মূল শক্তি স্পিন স্বরূপে ফিরবে এবং সাফল্য পাবে। ”

তবে স্বাগতিকদের পথে হাঁটেনি শ্রীলঙ্কা।

মিরপুরের মতো এখানেও তিন পেসার আর দুই স্পিনার নিয়ে খেলছে তারা।

অধিনায়ক ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সুরাঙ্গা লাকমলের সঙ্গে যোগ দিয়েছেন নুয়ান প্রদীপ। চোট পেয়ে দেশে ফিরে যাওয়া সামিন্দা এরাঙ্গার জায়গায় দলে এসেছেন এই পেসার।

বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের দলে শ্রীলঙ্কা দলে ফিরেছেন অফস্পিনার অজন্তা মেন্ডিস। স্পিন আক্রমণে কিথুরুয়ান পেরেরার সঙ্গী হবেন তিনি।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।