২০০৪ সালের কথা। ফেব্রুয়ারি মাসের এই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে খেলাচ্ছলে চালু হয়েছিল মার্ক জুকারবার্গের ফেসবুক। ১০ বছরের ব্যবধানে এটি আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট। ১০০ কোটির মতো মানুষ জড়িয়ে আছে ফেসবুকের সাইবার জালে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বন্ধুদের সঙ্গে শেয়ার করছে নিজের আবেগ, অনুভূতি, ছবি, ভিডিও সব।
প্রতিদিনই বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা।
দশ বছর পেরিয়ে এবারের জন্মদিনে আরও বেশ কয়েকটি নতুন অ্যাপ্লিকেশন এনেছে ফেসবুক। পাশাপাশি আমেরিকায় লঞ্চ করা হয়েছে পেপার ফর আই ফোন নামের একটি অ্যাপ। নতুন এ সংযোজনের মাধ্যমে খবর সংক্রান্ত সব তথ্যই দেখতে পাবেন ব্যবহারকারীরা।
কে জানত খেলার ছলে চালু করা সাইটটি আজ সারা বিশ্বের মানুষের বেডরুমের ডেস্কটপ থেকে শুরু করে হাতে হাতে মোবাইলে জায়গা করে নেবে? ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ ও তাঁর কয়েকজন বন্ধু।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময় নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য তৈরি করেন ফেসবুক ডট কম। শুরুর পর দশ মাস কাটতে না কাটতেই ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে ১০ লাখে। ২০০৫ সালে নাম পাল্টে হয় শুধু ফেসবুক। এরপর থেকে শুধুই বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। হার্ভার্ডের চৌহদ্দি পেরিয়ে ফেসবুক পাড়ি দিয়েছে সারা বিশ্বে।
২০১৪ সালে এর ব্যবহারকারীর সংখ্যাটা দাড়িয়েছে প্রায় ১০০ কোটিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।