আমাদের কথা খুঁজে নিন

   

এক ধরনের স্মৃতিকাতরতামূলক কবিতা: সুদূর পরাহত

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

সুদূর পরাহত কোনো স্বপ্ন যেন সে-
মৃত নক্ষত্রের মতো আছে হয়তো কোথাও,
কিন্তু কোনো অধিকারেই পাওয়া যাবে না তারে।
যেখানে এখনো জ্বলে ওঠে জোনাকি,
ঝি ঝি পোকার চিৎকারে ভরে যায় কান,
বাতাসের পথে হেটে বেড়ায় ফুলের ঘ্রাণ
চাঁদ উঠলে আর সব অন্ধকার।
সেখানে, জানিনা কোন সে স্থান-
এক অনার্য নারী আজো আমাকে
বাতাসের কানে ডেকে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।