আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানসিটি-চেলসি সমানে সমান

ম্যানচেস্টার সিটির গৌরবে আঘাত করেছে চেলসি। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে নেমে ইত্তিহাদ স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে ব্লুজরা। এ জয়ে শিরোপার লড়াইয়ে আর্সেনাল ও ম্যানসিটির পাশাপাশিই থাকল মরিনহোর দল। ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে আর্সেনাল অবস্থান করছে লিগের শীর্ষে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে চেলসি ও ম্যানসিটি।

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে ম্যানসিটি।

গত কয়েক সপ্তাহ ধরেই দুর্দান্ত খেলছিল ম্যানসিটি। নিজেদেরকে ইউরোপের সেরা প্রমাণ করার জন্য সবকিছুই করেছে তারা। মঙ্গলবার আর্সেনালের কাছ থেকে শীর্ষ স্থান দখল করার দৃঢ় ইচ্ছে নিয়েই চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানসিটি। চেলসির সঙ্গে ব্যবধানটাও হতে পারত ছয় পয়েন্টের।

তবে ম্যাচের ৩২তম মিনিটে চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানভিচ গোল করে দলকে জয়ের উপলক্ষ এনে দেন। ১-০ ব্যবধানেই ম্যাচটা জিতে নেয় চেলসি। গত অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির বিপক্ষে হোম ম্যাচেও জয় পেয়েছিল মরিনহোর চেলসি (২-১)।

ম্যানসিটি ঘরের মাঠে গত ১১টি ম্যাচে জয় পেয়েছে চলতি মৌসুমে। ইত্তিহাদ স্টেডিয়ামে তারা একমাত্র বায়ার্ন মিউনিখের কাছেই হেরেছে।

তাছাড়া ২০১০ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ম্যানসিটি ইত্তিহাদ স্টেডিয়ামে গোলশূন্য থেকেই ম্যাচ শেষ করল! এই হারের ফলে আত্দবিশ্বাসেও কিছুটা ঘাটতি দেখা যাবে ম্যানসিটিতে। ১৮ ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। কিছুটা কি পিছিয়ে গেল তারা!

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।