আমাদের কথা খুঁজে নিন

   

দশক পেরোল ফেসবুক জনপ্রিয়তায় শীর্ষে

এক দশক পেরিয়ে আজও জনপ্রিয়তার শীর্ষে ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে খেলাচ্ছলে চালু হয়েছিল মার্ক জুকারবার্গের ফেসবুক। আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক গণমাধ্যম এটি। দিন যত যাচ্ছে এটির জনপ্রিয়তাও তত বাড়ছে। বাড়ছে প্রতিদিন ব্যবহারকারীর সংখ্যাও।

এবার দশ বছরের জন্মদিনে আরও বেশ কয়েকটি নতুন অ্যাপ্লিকেশন আনল ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ ও তার কয়েক বন্ধু। হার্ভার্ড-এ দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য তৈরি করেন ফেসবুক ডটকম। শুরুর পর দশ মাস কাটতে না কাটতেই ব্যবহারকারীর সংখ্যা পেঁৗছে ১০ লাখে। ২০০৫ সালে নাম পাল্টে হয় শুধু ফেসবুক।

এরপর থেকে শুধুই বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। ওয়াশিংটন পোস্ট।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।