কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়।
ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই ক্লাবের অনুরোধে একদিন পিছিয়ে দিয়েছে টুর্নামেন্ট কমিটি।
গত রোববার নিজেদের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-১ গোলে হেরে যাওয়া শেখ জামাল চোট সমস্যায় জর্জরিত। দলের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “প্রথম ম্যাচের পর থেকে তিনজন চোট আক্রান্ত। বুধবার তারা খেলতে পারবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।