যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
প্রিয়তমেষু,
শোনো! আজকে আমার নীল রঙা
মাছরাঙা হতে ইচ্ছে করছে।
তুমি আমার সাথে মাছরাঙা হবে?
নদীর ধারের কোনও এক গাছের ডালায়
নীড় বাঁধব না হয়!
ভোরের সোনা রোদ গায়ে মাখিয়ে
ঘনিষ্ঠ হয়ে বসবো তোমার সাথে,
ঠোঁটে ঠোঁট গুঁজে করবো উষ্ণতার সন্ধান;
তিরতিরিয়ে বয়ে চলা বাতাস
আমাদের ছুঁয়ে দিয়ে আশীর্বাদ করে যাবে।
হবে নাকি নীল মাছরাঙা? বল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।