পাকিস্তানে তালেবানের সাথে সরকারের প্রস্তাবিত বৈঠকটি অবশেষে হলো না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবান যাদের এই আলোচনার জন্য পাঠাচ্ছে তারা কারা এবং তাদের ক্ষমতা কতটুকু সে ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা না থাকায় বৈঠকটি স্থগিত করা হয়েছে।
পাকিস্তানে নওয়াজ শরিফের সরকার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় সংকটের সমাধান চাইছে। নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তালেবানের জঙ্গী তৎপরতা বন্ধে শান্তিপূর্ণ মীমাংসার কথা বলছেন। সম্প্রতি তিনি তালেবানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেন।
সে মোতাবেক মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা ছিল।
এদিকে পাকিস্তান সরকার এমন ইঙ্গিতও দিয়েছে যে এই আলোচনা ব্যর্থ হলে সরকার কঠোর সামরিক ব্যবস্থা নেবে। তাই তালেবানের সাথে ইসলামাবাদের এই বৈঠক স্থগিতের বিষয়টি ভালো চোখে দেখছেন না অনেকেই।
সরকারের একজন প্রতিনিধি বলছেন, তারা তালেবানের কাছে ব্যাখ্যা চেয়েছেন তাদের প্রতিনিধদলেরর ক্ষমতা কতটা, এবং দলে কারা কারা থাকবেন।
তালেবানের মনোনীত আলোচকদের একজন মওলানা আবদুল আজিজ বলেছেন, ''এসব ছোটখাটো জিনিস নিয়ে আলোচনা বানচাল হয়ে যাওয়াটা উচিত হবে না।
''
পাকিস্তান তালেবান দেশটিতে শরিয়া আইন কায়েম করতে চায়। এজন্য বিভিন্ন সময় সরকারের ওপর চাপ বাড়াতে জঙ্গী হামলা চালিয়ে আসছে।
গত এক বছরেই তাদের চালানো আক্রমণে অন্তত ১২০০ সামরিক-বেসামরিক লোক নিহত হয়েছে। সূত্র: বিবিসি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।