আমাদের কথা খুঁজে নিন

   

আজ সাজাই তারে।

আজ সাজাই তারে যতন করে আমার প্রিয়া বঁধুয়ারে
প্রেম ডাকে বাশরিয়ায় যাবে প্রিয়া অভিসারে।

টিপ করি দিই পূর্ণ চন্দ্র কপালেতে জ্বলুক সে
আকাশ করি নীলাম্বরী ছড়াই তারা তার গায়ে।

রঙধনু দিই দুই কানেতে পৃথ্বী করি নাকের ফুল
নদীতে তার বান্ধি কেশর বেণী করি নদের কূল।

অন্ধকারকে কাজল করি কোটি পদ্মে গলার হার
বাজুবন্ধে বিজলী বান্ধি কোমর বন্ধে জরাই ঝড়।

কুচ যুগলে বান্ধি তালে নাভি পদ্মে ধূতরা ফুল
শ্রী অঙ্গেরে পদ্মে ঢাকি মেঘে ঢাকি উরু যুগল।

ঝরনারে পা’র নুপুর করি হৃদয় করি পদ্মাসন
পাদপদ্ম রক্তে রাঙ্গাই সাজাই আমার বুকের ধন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।