নাটোর রাজশাহী মহাসড়কের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গাঁওপাড়া ঢালানে মহাসড়ক পার হয়ে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় প্রথম শ্রেনী পড়ুয়া দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে । ঘটনাটি ঘটেছে, আজ সকাল ১০ টায় নাটোর-রাজশাহী মহাসড়কের সীমান্তখ্যাত গাঁওপাড়া ঢালান ।নিহতরা হলেন সেনভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী মোঃ শাহীনের মেয়ে তৃষা (৮) ও আব্দুল জব্বারের মেয়ে বরষা (৬)। নিহত দুই শিশুর বাসা স্কুল সংলগ্ন গাঁওপাড়া ঢালান গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, সকাল ১০ টার নিহত দুই স্কুল ছাত্রী মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে রাজশাহীগামী দ্রুতগামী এক মাইক্রোবাস মহাসড়কের গাঁলানে শিশু দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী এক ঘন্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুঠিয়া উপজেলা প্রশাসন স্কুলের সামনে ব্যারিকেড নিমানের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আবু ওবায়দা জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।