যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। প্রতিবাদ কর্মসূচির উদ্যোগের আপডেট পোস্ট:
বড় স্বাভাবিক হয়ে গেছে এসব বিষয়। আমাদের চোখে পড়েনা আর।
পরলেও কিছুনা বলে মুখ ঘুরিয়ে নিতে পারি আমরা। আমাদের দেশে ভারতের থেকে ভালো কিছু কিন্তু হচ্ছেনা, তবে অপরাধ এভাবে উপেক্ষা করে থাকায় আপাত দৃষ্টিতে "দেশ ভালো আছে" মনে হলেও বাস্তব কিন্তু সম্পূর্ণ আলাদা।
স্বনামধন্য পত্র পত্রিকার অনলাইন ভার্সনে আতিপাতি করে খুঁজলাম, না, মেয়েটিকে নিয়ে কোনো খবর আমার চোখে পরেনি। শুধুমাত্র সে বাঙালি বলে তার খোঁজ নেবার জন্যে মন্ত্রী মহোদয় যাননি, কোনো সংবাদ হয়নি তাকে নিয়ে। এতদিন আগে ঘটে গেছে, অথচ কেউ কোনো খবর নেয়নি তার।
আজকের প্রথম আলোতেও দামিনিকে নিয়ে ৬/৭ টি লেখা রয়েছে। ওকে নিয়ে কক্ষনো লিখতে দেখলাম না, আগেও না, আজও না।
তবে আমরা এমন চলতে দিতে পারিনা, বিষয়গুলো সামনে আসা দরকার, আমাদের নিজেদের স্বার্থেই, সমাজের স্বার্থে।
তাই আজ আমরা একসাথে হচ্ছি, কি করা যায়, একসাথে ভাবতে চাই সবাই। যাদের পক্ষে জয়েন করা সম্ভব,
***আজ বিকেল পাঁচটা, ধানমন্ডির অলিয়েস ফ্রসেজে মিলিত হয়ে সিদ্ধান্ত নিতে চাই.. আসতে পারবেন? ****
প্লিজ যোগাযোগ করুন, সম্ভব হলে চলে আসুন:
মোবাইল: আমিনুর রহমান +৮৮০১৭৫৫৩০৬০২১
দিকভ্রান্ত পথিক +৬০১৮৭৭৩১৫৮৪
মেইল:
@@@কি ধরনের প্রতিবাদ করা যায়? কখন? কি উপায়ে? আপনাদের মূল্যবান মতামত দিন!!! যারা দূরে আছেন তারাও নিজেদের চিন্তা-ভাবনা অবশ্যই শেয়ার করুন।
মূল পোস্ট লিংক:
টাঙ্গাইলের পনের বছরের ধর্ষিতা কিশোরীটির জন্যে একসাথে হয়ে প্রতিবাদ করতে চাই আমরা কজন। কাল বিকেল পাঁচটা, অলিয়েস ফ্রসেজ, ধানমন্ডি। (বিশেষকরে) ঢাকার ব্লগাররা, আসবেন প্লিজ। ।
আরো আপডেট!!! এবার বড়লেখায় ৯ বছরের শিশু ধর্ষিত!!!!
##প্রয়োজনীয় সকল তথ্য পাবেন এই পোস্ট এ।
দামিনিদের জন্যে যদি আপনাদের বুক পুরে, বাংলাদেশী একটি কিশোরীর জন্যে তা খাক হয়ে যাবার কথা। যদি না যায়, দামিনিকে নিয়ে আফসোস করার অধিকার আপনার নেই।
___________________________________________________ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।