আমাদের কথা খুঁজে নিন

   

১ - মৃত্যুর ভয়

মানুষের সব স্বপ্ন ও আশা তার ভবিষ্যতকে ঘিরে। মানুষ তার ছোট কর্মমুখর, ব্যস্ত জীবনের অবসানের দুশ্চিন্তা থেকে মুক্ত নয়। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের চিন্তা-চেতনায় মৃত্যুর ভয় রয়েছে। কারও সেটা প্রকটভাবে, কারও সেটা প্রচ্ছন্নভাবে। মৃত্যু ভয় বা আতঙ্ককে দেখা হয় সবচেয়ে স্পষ্ট আতঙ্ক হিসেবে।

বিপদ যত বড় আকারেই হোক না কেন মৃত্যুভয় থেকে সেটা কোনোভাবেই বড় নয়। একটি প্রাণী হিসেবেও তাই মৃত্যু বা পূর্ণক্ষয় মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলে। মৃত্যুর ভয় কতটা প্রকট সেটার ওপর নির্ভর করেই মানুষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবে। স্বপ্ন বাস্তবায়নের পেছনে ও নিজের ওপর আস্থা-আত্দবিশ্বাসও নির্ভর করে মৃত্যুভয় কতটা রয়েছে। মনের ভেতরে মৃত্যুভয় যতটা প্রকট হয় মানুষ ততই বাস্তবের পৃথিবীর সম্পর্কে নিস্পৃহ হতে থাকে।

প্রতিটি মানুষই বেঁচে থাকতে চায়। তার বর্তমান সাজায়, সুখের সরঞ্জাম যোগাড় করে। তাই যখনই সে ভাবতে থাকে এসবই তাকে হারাতে হবে এবং মৃত্যুর মুখোমুখি হওয়া মানেই এসব থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তখনই আতঙ্কগ্রস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষের সবচেয়ে তীব্র আতঙ্ক হিসেবে মৃত্যুই প্রথম।

 

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।