আমি জানাতে ও মতামত ভালবাসি
গত শনিবার দিবাগত রাতে জামালপুরগামী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশালের বালিপাড়া ও ধলা এলাকায় ট্রেন থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে একজন জামালপুর সদরের বড় গজিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশিদা (৪৩) ও অপর একজন অজ্ঞাত পুরুষ। নিহত রাশিদার স্বামী আব্দুল মালেকের একটি পা কাটা গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যক্তি জানায়, শনিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি গফরগাঁও অতিক্রম করার পরপরই যাত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই শুরু করে দুর্বৃত্তরা। এতে বাধা দিলে দুর্বৃত্তরা বালিপাড়া এলাকায় তিনজনকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে জামালপুর সদরের রাশিদা ও অজ্ঞাত একজন পুরুষ ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মারা যান এবং নিহত রাশিদার স্বামী আব্দুল মালেকের একটি পা কাটা যায়।
আহত আব্দুল মালেক জানান, এয়ারপোর্ট রেলস্টেশনে তিনি স্ত্রীসহ জামালপুর যাওয়ার উদ্দেশ্যে কমিউটার ট্রেনে উঠেন। ট্রেনটি গফরগাঁও অতিক্রম করার পরপরই দুর্বত্তরা ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতে থাকে।
এসময় বাধা দিলে তাদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ট্রেনের নিচে কাটা পড়ে তার স্ত্রী মারা যায় এবং তার একটি পা কাটা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।