আমাদের কথা খুঁজে নিন

   

আমি বার বার আসি আমি মুক্তিকামী

আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।

আজ থেকে প্রায় ৪২ বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল,
অহেতুক মৃত্যু নয়,শহীদ হয়ে ছিলাম তখন সাল ১৯৭১।
জালিমদের হাত থেকে মুক্তি নিতে যুদ্ধে নেমে ছিলাম,
গুলিটা ঠিক আমার বুকের হৃদপিন্ড বরাবর লেগে ছিল,
তাই শহীদ হয়ে গেলাম,বিজয় মুহূর্ত দেখা হয় নি।
একটা আফসোস ছিল,তাই ঈশ্বর আমায় পুনর্জন্ম দিল।
আমি এখন ছদ্দবেশে আছি।


যে কোন সময় একটা লংকা কান্ড ঘটিয়ে দিব।
ভেবেছিলাম দেশ স্বাধীন হলে মানুষ সুখী হবে,
৪২ বছরেও সাধারন মানুষের গোলামীর মুক্তি নাই।
নোংরা রাজনীতির কর্দমাক্ত জালোকে রুদ্ধ
সর্বোচ্চ প্রশাসনিক কাঠামো,গোলামী আর গোলামী।
আমি বিরক্ত,শুধু ভাত খেয়ে বেঁচে থাকা আমার কর্ম নয়,
আমি মুক্ত বাতাস খাই,অন্যায় দেখলে আমার দম বন্ধ হয়ে আসে।


আমি অস্থির হই,তখন আমি অস্র হাতে নিই।
কথিত রাজনৈতিক মাতারা সঠিক পথে চলো,
আমাকে বাধ্য করো না অবাধ্য হতে,
আমি অস্র হাতে ভয়ংকর,
তোমরা রুনি হত্যার বিচার করো নি,মেঘ শিশুটি এখন একা।
নির্বাচনকে বানিয়েছ লুটেরা বন্দোবস্ত আর
পাঠার বলী হচ্ছে সংখ্যালুঘু সমাজ।
আমি এখনও ছদ্দবেশে আছি। ।


তোমরা শোধরাও নয় তো আমি অস্র হাতে নিব।
অথবা আমায় ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও,
আমার বিদ্রোহী হবার অপরাধে। ।
আমি অশান্ত,আমার পুনর্জন্ম বার বার হবে,
যখন দেশ হবে অশান্ত।
আমি বার বার শহীদ হবো নয়তো
ফাঁসির কাষ্ঠে ঝুলবে আমার বিদ্রোহী আত্না।


আমি দলে দলে নই, আসি একা,মুক্তি চির অট্টহাসি।
হিন্দু নই,বৌদ্ধ নই,নই ধর্মের বেড়া জালে রুদ্ধ,
মানবতা আমার ধর্ম,মানুষ আমার নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।