আমাদের কথা খুঁজে নিন

   

অক্ষয়-জনের হেরা ফেরি

বলিউডে তুমুল বচসা চলছে 'হেরা ফেরি ফোর' নিয়ে। ঘটনা হলো ছবিটির চিত্রনাট্য নিয়ে প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার কাছে হাজির পরিচালক নীরজ ভোরা। আবার 'ওয়েলকাম ব্যাক' ছবির শ্যুটিংয়ের পরিচালক অনিজ বাজমি জানিয়েছেন তিনি 'হেরাফেরি ফোর' বানাতে চান।

অন্যদিকে, আক্কি দ্য অক্ষয় কুমার আর জন দ্য হাঙ্ক আব্রাহামকে নিয়েও হচ্ছে একধরনের লড়াই। ছবির হিরো হবেন কে? জন আব্রাহাম নাকি অক্ষয়কুমার! পরিচালক ও হেরাফেরির চিত্রনাট্যকার নীরজ ভোরা জানিয়েছেন, সাজিদ যদি আমাকে ছবিটি পরিচালনা করতে দেয় তাহলে ছবির হিরো বরাবরের মতো  অক্ষয়কুমারই হবেন।

এ নিয়ে কোনও দ্বিমত নেই।

আর অনীজ বাজমি বলেছেন, সাজিদ ও জন দু'জনেই চান ছবিটা আমি তৈরি করি। চিত্রনাট্যের দায়িত্বে নীরজ থাকুক এবং হিরো হবেন জন আব্রাহাম।

তবে আপাতত নীরজ-অনিজের বাতচিতে কোনোরকম সাড়াশব্দ করছেন না প্রযোজক সাজিদ। তিনি কেবল জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী যিনি ফিট তিনিই থাকবেন 'হেরা ফেরি'র চতর্থ সিকোয়েলে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।