আমাদের কথা খুঁজে নিন

   

এসে গেছে ফেয়ার অ্যান্ড লাভ্লি টয়লেট ফেয়ারনেস ক্রিম । পারফেকট ফেয়ারনেস এর এক অনন্য উপায় !

ভারত ও পাকিস্তান বিরোধী

হ্যাঁ !! ফেয়ার অ্যান্ড লাভ্লি কে আবারো হারিয়ে দিয়েছে ফেয়ার অ্যান্ড লাভ্লি । ভয়ের কোন কারণ নেই ! এটি আগের ফেয়ার অ্যান্ড লাভ্লি থেকে ১০০ গুণ বেশি কার্যকরী । শুধু মাত্র পায়খানা কিংবা প্রস্রাব এর আগে ব্যাবহার করতে হবে । অন্য সময়ে ব্যাবহার করলে অ্যালার্জি হবে । রাতে ঘুমুবার আগে অবশ্যই লাগাতে হবে ফেয়ার অ্যান্ড লাভ্লি নাইট ফেয়ারনেস ।

অবশ্য , ঘুমুতে যাওয়ার আগে হিসু পেলে অবশ্যই আগে টয়লেট ফেয়ারনেস ক্রিম লাগাতে হবে ।
ফলাফলঃ
সকালে উঠে আয়নার সামনে যাবেন । দেখবেন শুধু পেছনের সাদা দেয়াল এবং আপনার কাপড় শূন্যে ভাসছে । অর্থাৎ আপনি সাদা চুনের মতো ফেয়ারনেস লাভ করবেন ।

অতঃপর ;
বাইরে যাওয়ার আগে ব্যাবহার করতে হবে ফেয়ার অ্যান্ড লাভ্লি সানবার্ন ক্রিম ।

নয়তো আপনার ধবধবে চুনের মতো চেহারায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে সব চুন শুষে নেবে । তখন আপনার গায়ের আসল রঙটি আবার বেরিয়ে পড়তে পারে । তখন ফেয়ার অ্যান্ড লাভ্লি কোম্পানির সব পরিস্রম বৃথা হয়ে যাবে ।

অবশ্য সবাই ফর্সা আর "পারফেকট" ফেয়ারনেস লাভ করলে আমরা কি বেচবো বলেন ?
কাজেই বেশি করে রইদে পুড়েন । রাইতে , দিনে , টয়লেট এ সার্বক্ষণিক ফেয়ার অ্যান্ড লাভ্লি মাখতে থাকেন ।

শুভকামনা

ফেয়ার অ্যান্ড লাভ্লি ( অফিসিয়াল)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।