আমাদের কথা খুঁজে নিন

   

"পথ হারিয়ে"

আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :)

পথ হারিয়ে ঘুরেছি একা বহুপথ,
এই নগরীর অলিগলি ঘুরে হারিয়ে ফেলেছি ঠিকানা,
পথ হারিয়ে ভুলেছি নিজেকে,
আলোতে যাওয়ার অনেক সম্ভাবনা।
পথ হারিয়ে হেটেছি আমি মাইলের পর মাইল,
তোমার হাসির শব্দ কানে বেজেছে,
পথ হারিয়ে তবু খুঁজিনি তোমাকে,
তোমার প্রেমে তবুও চিত্ত নেচেছে।
পথ হারিয়ে পথেই গড়েছি বাসা,
পথ যেন তবুও বড় অচেনা,
পথ হারিয়ে তোমার কথা অনেক ভেবেছি,
ঘোরের মাঝে শুনেছি তোমার হৃদপিন্ডের বাজনা।
অনেক গলি ঘুরে পেয়েছিলাম তোমার বাসা,
তবুও ভান করেছি পথ হারানোর,
তোমার হৃদয়ের পথ যখন হারিয়েছি,
বাসার পথ অনেক সোজা মন থেকে ভুলানোর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।