আমাদের কথা খুঁজে নিন

   

চাষ রক্তে, বক্তৃতার মঞ্চে না

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

কৃষি পণ্য আমাদের মত হা ভাইত্যা জাতিরে কম দামে দেওনর কতা কয় সরকার। যেইভাবে কয়, মনে লয় সরকার চাষা । ভাবখানা এমুন -চাষের খরচা সরকারি ভাণ্ডার থেইকা যায়!
কৃষিটারে পলিটিক্স দিয়া মাপা অয়, তাই এই হাল।

আমিও চাষা পরিবারের পোলা। ধান ফলায়, খরচ ওঠে না। তবুও চাষ করতে অয়। কারণ চাষ তো রক্তে, বক্তৃতার মঞ্চে না।
আলু চাষিদের দুরবস্থা দেইখা মনডা খুব খ্রাপ অইছে।

কিন্তুক এই মন খ্রাপের কোনো দাম নাই। কম টেকায় কৃষি পইণ্য খাওনের তারিফ কইরা মঞ্চে বক্তৃতা অইবো, কুলাঙ্গররা টক শোতে বকত্তা করবো আর ভুঠের রাজনীতি। আহারে কৃষি, কৃষক আমার শেকড়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।