জনপ্রিয় তারকারা কোন বিজ্ঞাপনের মডেল হলে, ক্রেতারা পণ্যটির ওপর আস্থা রাখে। এতে বিক্রি বেড়ে যায়। কিন্তু পণ্যের গুণাগুণ কি সত্যিই ভালো- যা পর্দায় তারকারা মুখে বলছেন। না। বেশির ভাগ পণ্যই তারকাদের মুখের বাণীর মতো নয়।
আর তাই ভবিষ্যতে কোনো ভুয়া বিজ্ঞাপন করতে ইচ্ছুক নন ক্যাটরিনা। তিনি মনে করেন, বিজ্ঞাপন প্রচারে ব্র্যান্ডের পাশাপাশি শিল্পীদেরও দায়িত্বশীল হওয়া উচিত।
ক্যাটরিনা জানিয়েছেন, 'বিজ্ঞাপন নিয়ে কী ধরনের আইন আছে আমি তা জানি না। তবে ভুয়া বিজ্ঞাপনের জন্য যদি মডেলরাও দায়ী হন তবে তা অবশ্যই ভালো। এতে মান নিয়ন্ত্রণ কঠোর হবে এবং ব্র্যান্ড ও তারকাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে।
'
অনেক সময় পণ্যের গুণ-মান বিজ্ঞাপনের মাধ্যমে বাড়িয়ে প্রচার করে অনেক ব্র্যান্ড। কিন্তু বিজ্ঞাপনের প্রচারমতো ত্বক ফরসা করার ক্রিম যদি কাজ না করে, এর দায় নেবে কে? চুলের জন্য তেলের বিজ্ঞাপনে যে গুণগান করা হয়, এর সত্যতা না মিললে তারই বা দায় কার? পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তো ফাঁসবেনই, যে তারকা বিজ্ঞাপনের মডেল হবেন, তাকেও সামলাতে হবে ক্ষতিপূরণের বোঝা। ভারতের বিভিন্ন পণ্য ও সেবার ভুয়া বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতাদের পাশাপাশি সংশ্লিষ্ট তারকাও দায়ী হবেন। দেশটির কেন্দ্রীয় ভোক্তা সংরক্ষণ কাউন্সিল এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আর এই সিদ্ধান্তটিকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি হেয়ারকেয়ার ব্র্যান্ড এল'ওরিয়েল প্যারিসের নতুন পণ্য উন্মুক্ত করেন ক্যাটরিনা। ক্যাটরিনা জানিয়েছেন, 'মানুষকে ভুল বোঝানো মোটেও ঠিক নয়। বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয়ে যদি দাবি করা হয় তবে পণ্যটিকে সেই কারিশমা অবশ্যই দেখাতে হবে। আমি এ দিকটি ভেবেই কাজ করি। যদি ভুল হয় শুধরে নেব।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।