হঠাৎ আমার ঘুম ভাঙে
ঘড়ির টিক টিক শব্দে ।
গভীর সে রাত ।
কুৎসিত কালো সে পাখিটা
ডাকে বারবার ।
কান্নার মত সে সুর
আমার কর্ণে হানে আঘাত ।
আমি ঘুম ভাঙা চোখে
খুঁজি প্রদীপ ।
জ্বালিয়ে সে দীপশিখা ,
বসি থমকে একটা চেয়ারে ।
সামনে মাইকেল , সুকান্ত , গরকি ।
তবু যেন কি খুঁজি !
হঠাৎ পাখিটার ঝটপট ।
দুরের কোন বন থেকে শিয়ালের ডাক ।
আমি সম্বিত ফিরে পাই ।
সারা প্রাণ ঘুমন্ত যেন মৃত সব ।
নীরবতার উৎসব ।
কিন্তু আমি যে একা ,
ভাবি শুধু ভাবি ।
সেই দীর্ঘ রাত ,
আমি ভুলিনি,
আজো না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।