ভালোবাসা দিয়ে,ভালোবাসা পেতে চাই পার্ক জে সাং আমাদের সবার কাছে যিনি পরিচিত PSY নামে;জন্মগ্রহণ করেন ৩১ ডিসেম্বর,১৯৭৭ সাউথ কোরিয়ার সিউলে। তার বাবা পার্ক ওন হো ছিলেন একটি কোম্পানির চেয়ারম্যান।
পার্ক(PSY) স্কুল খুব অপছন্দ করতেন এবং প্রায়ই তার সহপাঠিদের বিরক্ত করতেন,তবে তার বিরক্ত করাতে বন্ধুরা মজাও পেত। এই ব্যাপারটা নিয়ে পার্ক একজন টিচার বলেন “I remember PSY making a lot of sexual jokes during class. He had such a big influence that he would cull the attention of the entire class to his jokes. I disliked him at the time, but looking back, I see that he added a great energy to the class.”
বিদ্যালয় শেষ করার পরে তিনি চলে যান আমেরিকায় উচ্চশিক্ষার জন্য। কিছুদিন পরে তিনি পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং অবশিষ্ট টাকা দিয়ে কিছু মিউজিকাল জিনিসপত্র কেনেন।
একটা ইংলিশ কোর্সের কিছু অংশ শেষ করার পরে পার্ক বোস্টন বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং বার্কলে কলেজ অব মিউজিক এ ভর্তি হন। মজার ব্যাপার অতি শীঘ্রই তিনি এখানকার প্রতি ও আগ্রহ হারিয়ে ফেলেন এবং দক্ষিন কোরিয়ায় ফিরে যান।
দক্ষিন কোরিয়ায় পার্ক ফিরে যান ২০০০ সালে। তখন তার বয়স ২৩। এই সময়ে তিনি প্রথম সবার নজরে আসেন।
২০০১ সালে,২৪ বছর বয়সে পার্ক তার প্রথম অ্যালবাম “PSY from the PSYcho World!” বের করেন। কিন্তু অ্যালবামটি ছিল নারী সম্পর্কিত যার জন্য তাকে জরিমানা করা হয়। পার্ক এর ভোঁতা এবং পিকুলিয়ার গানের জন্য এ সময় তার নাম হয় “উদ্ভট গায়ক”। ২০০৩ সালে বের হয় পার্কের ২য় অ্যালবাম এবং এই অ্যালবামটি ব্যান্ড করা হয়। একই বছরের সেপ্টেম্বরে বের হয় তার ৩য় অ্যালবাম 3 PSY ।
অনেক বিরোধিতা সত্তেও এই অ্যালবমের কারণে তিনি পুরস্কার পান।
কোরিয়ার আইন অনুযায়ী ২০০৩ সালে তার সেনাবহিনী তে যোগদানের কথা থাকলেও তিনি কৌশলবশত সেখান যান না,২০০৬ এ বের করেন তার ৪র্থ অ্যলবাম Sa Jib যা SBS Music Award এবং Hong Kong‘s Mnet Asian Music Awards লাভ করে। এ সময় তিনি ইও হাই ইওন কে বিয়ে করেন যিনি ছিলেন YONSEI University এর মেজর। তার সাথে পার্ক এর সাড়ে ৩ বছরের প্রেম ছিল। কিন্তু এর পরে ধরা পড়ার কারণে ২০০৯ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে থাকেন।
আর্থিক সংকটের কারণে ২০১০ এর দিকে পার্ক একক অ্যলবাম বের করতে ব্যর্থ হন। এ সময়ে তার স্ত্রী তাকে সাহস দেন এবং তিনি YG Entertainment এ যোগ দেন। এ সময়ে বের হয় তার ৫ম অ্যালবাম PSY Five। এই অ্যালবামের “Right Now” গানটি ১৯ বছরের ছোটদের জন্য ব্যানড করা হয়। ২০১১ সালে পার্ক Melon Music Award এবং Mnet Asian Music Awards লাভ করেন।
৩৫ বছর বয়স,সময় ২০১২ সাল,পার্ক এর জন্য স্মরণীয় সময়। ০৭ জানুয়ারী জাপানে ৮০০০০ হাজার দর্শকের সামনে পারফর্ম করেন পার্ক। জুলাই ২০১২ তে বের হয় তার ৬ষ্ঠ অ্যালবাম PSY 6 (Six Rules), Part 1। এই অ্যালবামের গ্যাংনাম স্টাইল গানটি ছড়িয়ে পড়ে অতি দ্রুত। ১৪ অগাস্ট ২০১২ গ্যাংনাম স্টাইল youtube এর মাসিক র্যাংকিয়ে প্রথম হয়।
২১ তারিখে হয় itune music video chart এ ১ নাম্বার।
সেপ্টেম্বর এর ১৪ তারিখ তিনি নিউ ইয়র্ক এর NBC এর The Today Show তে এই গানটি সরাসরি পারফর্ম করেন এবং একই দিনে তিনি একটি চুম্বকনাট্য তৈরি করেন যা Saturday Night Live অনুষ্ঠানে দেখানো হয়। তিনি বলেন-”When I realized that some top stars like have imagined or tweeted about me, I thought, ‘That’s joking. That’s not gonna happen…’ I never expect things like this, not because they are top stars, but because this is the biggest market in the universe for pop music, right, so everybody’s dreaming about having appearance in the U.S. so I’m still saying, ‘What going on here? This is beautiful”
এরপর?? পার্ক বা সবার পরিচিত PSY কে আর জরিমানা গুণতে হয়নি কিংবা ব্যানড হয়নি তার গান। জাতিসংঘের প্রধান বান কি মুন তার সাথে দেখা করেন এবং একসাথে কাজ করার প্রস্তাব রাখেন।
নভেম্বর ৭ এ তিনি অক্সফোর্ডে বক্তৃতা দেন এবং তার নতুন অ্যালবামের কথা বলতে গিয়ে বলেন -’due to the success of Gangnam Style i am living in both a dream and a nightmare, as it will be difficult for my next song to equal Gangnam Style’s success.
নভেম্বর ২০১২ তে Internet এ জনপ্রিয়তার পরে PSY লাভ করেন American Music Awards.
নভেম্বর ২৪ গানাম স্টাইল youtube এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওর গৌরব অর্জন করে।
নভেম্বর ৩০ PSY হংকংয়ে Mnet Asian Music Awards লাভ করেন।
ডিসেম্বর ২১ তারিখে গ্যানাম স্টাইল youtube এ ১ বিলিয়ন এর মাইলফলক স্পর্শ করে।
PSY কে নিয়ে বিভিন্ন জনের মতামত–
Lucy Williamson from the BBC-”newest and biggest music star” তাকে নিয়ে আরও বলেন–”unpolished, unpredictable and he doesn’t look like your typical Korean idol“
Sarah Charlton from Reuters –”chubby south koreian pop singer”
Chelsea Handler from Chelsea Lately PSY কে বলেন –”Korea’s Ricky Martin, as well as a sex symbol”
Gil Kaufman MTV বলেন– “biggest pop sensations in the world”.
আজ PSY এর ৩৬ তম জন্মদিন। শুভ জন্মদিন PSY।
সংগ্রামী মানুষেরা কখনো দমে যায় না।
মূল লেখা-- http://wp.me/p30nuX-j
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।