আমাদের কথা খুঁজে নিন

   

বয়স আঠারো...



আমার বয়স আঠারো
তখন বয়স আঠারো

আমার ভালো লাগে ফুলের হাসি
ভাল লাগে গান-জ্যোস্না-মাটি
আমার ভাল লাগে সবুজ অরণ্য
আমার বয়স আঠারো
তখন বয়স আঠারো।

গলির পর গলি পার হয়ে এই বাগান
ঘেরা বাড়িটায় বন্দী হলো আমার মুক্ত সকাল
আহা আহা হা হা।

এ এক অন্য পৃর্থিবী, অন্য মানুষ, অন্য উদাসীনতায়
আমার বড় চেনা অস্থির উচ্ছল চঞ্চল আঠারো হারায়।

আমি ভালবাসি পাহাড় নদী
সে ভালবাসে ঘর কাঠ জমি
তার কিসের এতো ব্যস্ততা
নেই অবসর জলে ডোবাবে পা।

দু'জনায় দু'রকম, সময়ের চাকায়
যায় দিন আসে মাস, মাসে বছর গড়ায়।


তবু কবিতারা রাত হলে
বসে আমার ভাবনা জুড়ে
ভাবি সে যদি এসে দাঁড়াতো
তার ঘুমের রাজ্য ঘুরে
আহা আহা হা হা।

এ এক অন্য পৃর্থিবী, অন্য মানুষ, অন্য উদাসীনতায়
আমার বড় চেনা সেই আঠারো আবার আমাকে কাদাঁয়।

আমি বৃষ্টি এলে হাত বাড়াই
ঠিক তখুনি তার খিচুড়ি চাই
করে উদাস ভেজা মাটির গন্ধ
ভাজা ইলিশেই নাকি তার আনন্দ।

দু'জনার দু'ভুবন তবু সাথেই থাকা
জানিনা কেন যে জাগে ভালোবাসা।

এ আজ চেনা পৃথিবী, সে চেনা মানুষ, চেনা আমার এ উঠোন
জানি এতো ব্যবধানে, এতো ঝড় সয়ে
বেঁচে রবো একে একে দুই হয়ে, ভালোবেসে আজীবন
ভালোবেসে আজীবন।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।