এক মুঠো রোদ্দুর হাতে নিয়ে রাস্তায়
ছিলি ঠায় দাড়িয়ে বেঁচে দিতে সস্তায়
বহুদূর সীমানায় কালো রাত নিঝঝুম
বিশুদ্ধ রোদহীন লোকালয় পস্তায়।
এক মুঠো রোদ্দুর হাতে নিয়ে দাড়িয়ে
বিকোবে কী বিকোবে না, মনোবল হারিয়ে
একদিন রেগে গিয়ে বলে দিলি ধুড়-ধাড়
চলে যাবি; সব স্মৃতি, ভালোবাসা মাড়িয়ে।
সত্যি-ই চলে গেলি করে সব শুন্য
আমার নষ্ট নীড়, আধার অরণ্য
বিশুদ্দ রোদহীন কালো এই জগতে
ভূল-ভাল লাগে সব পাপ কিবা পূন্য।
জানতাম ভালোবাসা নিশ্চিত ফেরাবেই
ফিরে তুই আসলিও দুটো দিন পেরোতেই
আমি তবু সেই আমি, আধার অরণ্যে
অবেলায় গড়ে যাই নরক এ মর্ত্যেই।
দিন যায় রাত যায়, স্বপ্নেরা বহুদূর
তুই তবু দাড়িয়ে হাতে নিয়ে রোদ্দুর
ভালোবাসা মেশানো সে রোদ্দুর তীব্র
নরকেও বেজে ওঠে নতুন দিনের সুর।
আলোকিত লোকালয় হাসি গানে মশগুল
বিশুদ্ধ রোদ তোর, মুছে দিল সব ভুল
এক মুঠো ভালোবাসা এতোটাই তীব্র যে,
আধার নরকে আজ ফুটছে আলোর ফুল। ।
লিখিত @৩১। ১২। ২০১২...
বিঃদ্রঃ কবিতাটা আমার খুব প্রিয় একজন বন্ধুকে নিয়ে লেখা, আশা করি তাঁর ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।