আমাদের কথা খুঁজে নিন

   

বউ মেলা...বউ মেলা...বউ মেলা...

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বাংলাদেশে কম্পিউটার মেলা হয়, বানিজ্য মেলা হয়, মোবইল মেলা হয়, বই মেলা হয়। এই সব মেলায় প্রচুর পরিমানে মেলা সম্পর্কিত স্টল হয়। প্রচুর বিক্রি বাট্টাও হয়।

কিন্তু আমার মত অবিবাহিতদের জন্য একটা বউ মেলার আয়োজন হয় না কেন??

আইচ্ছা এই রকম একটা মেলা হইলে কি কি স্টল হইতে পারত।

আমি অনেক গুবেষনা কইরা কিছু আইডিয়া পাইছি।

১) প্রবাসি পাত্রির স্টল : এই সব পাত্রি গুলা থাকবে সবচেয়ে দামি। সকল যোগ্য এবং শিক্ষিত পাত্রদের জন্য এরা স্বাপ্নের মত হবে। স্বভাবতই এই স্টলে ভিড়টা একটু বেশি থাকবে। কারন বিয়া করলেই ইউরোপ আম্রিকার সিটিজেনশিপ ফ্রি।

লগে আবার মাইয়ার বাপের সম্পদের অংশ। পুরাই পাঙ্খা। স্টলের সামনে একরকম লাইন লাইগা যাইবে পাত্রদের। সামান্য ধাক্কাধাক্কিও হবে। পাত্রির পিতা এবং পাত্রি নিজে পাত্রের ইন্টারভিউ নিবেন চাকরিদাতাদের স্টাইলে।

দুই একটা প্রশ্ন হবে এইরকম
* আপনি কি কাপর ধৌত করতে পারেন?
* আপনি কি কি বাঙলা খাবার রান্না করতে পারেন?
* ঘর বাড়ি ছাইরা বিদেশ থাকতে পারবেন ? বাপ মার লগে দেহা করতে পারবেন না , চলব?
উদাহরন



২) অত্যাধিক সুন্দরিদের স্টল : এই স্টলে পাত্রিরা থাকবে এক্সট্রাঅর্ডিনারি সুন্দরি। সুন্দরের মাত্রানির্ধারনের জন্য পেয়ার এন্ড লাবলির সৌজন্যে থাকবে সুন্দৌর্য মাপা মিটার। আর পাত্র হিসাবে থাকবে টাকলা আর পেট মোটা বুইরা গুলা। পাত্রের যোগ্যতা নির্ধারন হবে গাড়ির মডেল আর বাড়ির সাইজ দেইখা। মানে যার টাকার পরিমান যত বেশি তার জন্য থাকবে ততধিক পরিমান সুন্দরি বউ।

দোকনের উপরে লেখা থাকবে *** ভুরি এবং টাকওয়ালা এক্সেপ্টেবল**
উদাহরন



৩) ধনির দুলালির স্টল: এই স্টলটা হবে মাম্মি ড্যাডির লুতুর পুতুর মাইয়া গুলার জন্য। চাইর পাচটা বয়ফ্রেন্ড সহ (দুই একটা বাচ্চা কাচ্চাও থাকতে পারে)এদের বিয়া করতে হবে তাও শর্ত সাপেক্ষে। বিয়ার পরে মাইয়া আপনার কথা মত চলবে না আপনে মাইয়ার লাথ্থির উপর চলবেন। আইতে একটা লাথ্থি দিবে যাইতে একটা লাথ্থি দিবো। উনি মাঝে মধ্যে উনার বয়ফ্রেন্ডদের সাথে সারা রাইত পার্টি করবেন এবং ড্রিংকস করবেন এবং বাসায় আইসা জামাইকে গালাগালি, ফালাফালি এমনকি মাইর ধইরও করবেন।

কথায় কথায় আপনারে বাপের টাকার খোটা দিবে আর শেষ পর্যন্ত মনে না চাইলে বা নতুন কোন পার্টি পাইলে আপনারে যায়গায় খারাইয়া তালাক দিবো। তালাক, তালাক , এবং তালাক। যাও ভাগো।
উদাহরন


৪) ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ব্যাংকারদের স্টল : এটা থাকবে এই তিন শ্রেনির পাত্রিদের স্টল। পাত্রকে অবশ্যই এদের যোগ্য হইতে হবে।

এদের স্টলের উপরে একটা স্লোগান লেখা থাকবে। "বউ পাইবেন মাগার বউয়ের কাছ থেকে টাইম পাইবেন না"। বউ তার কাজ নিয়া ব্যাস্ত থাকব আর আপনে ঘরে বইসা জিবাংলা দেখপেন আর পোলাপাইন পালবেন। এই শর্তে এই স্টলের দিকে আসবেন নাইলে ফুটেন।
উদাহরন

৫) বোরকা পরা বউ: এই স্টলেটি থাকবে সকল শ্রেনির হুজুরদের জন্য।

পাত্রদের দারি থাকা একং সুন্নতি পোষাক থাকা এই স্টলের বাধ্যতা মুলক শর্ত। এছারাও এখানে মেয়ের চেহারা দেখতে চাওয়া গুনাহর কাজ হবে। দাড়ি এবং জুব্বার সাইজ নির্ধারন করবে মেয়ের সৌন্দর্য।
উদাহরন


৬) বিধবা স্টল: এই স্টলটি থাকবে বিধবাদের জন্য। ডিভোর্স পাত্রপাত্রিদের জন্য এখানে থাকবে সকল প্রকার সুযোগসুবিধা।

এখানে আবার একটু ছোটদের কিচির মিচির শুনা যাবে। বুঝতেই পারছেন কেন।

৭) পুলিশের স্টল: স্টলের উপর লেখা থাকবে "এইখানে পুলিশের জন্য বউ এবং পুলিশের মেয়েদের বিয়ে দেয়া হয় বিয়া করতে চাইলে আপনার কাছের থানায় যুগাযুগ করেন"। সবাই জোশের চোটে স্টলের দিকে আগাইয়াও আবার পাশ কাটাইয়া যাতে বাথরুমে চইলা যাইতে পারে তাই এই স্টলটা বাথরুমের পাশে থাকবে।
পাত্রিগন


সবার লাস্টে থাকবে
৮) কাজের মেয়ের স্টল: বিয়া কইরা বউরে রান্দার কতা কইলে তো ভাই মাইর একটা নিচে পরব না।

তাই একটা কাজের মেয়ে ছারা আপনার বিয়া অসম্পুর্ন। একটা বউয়ের সাথে একটা কাজের মাইয়া নিয়া যান লগে একটা বাইচ্চা ফ্রি এরকম একটা প্যাকেজও সাথে থাকতে পারে।



বিশেষ সতর্কতা: ভুলেও আন্ডারওয়ার বাসায় ফালাইয়া যাইয়েন না। তাহলে মেলায় বিপত্তি ঘটতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।