আমাদের কথা খুঁজে নিন

   

নওশেরওয়ান

ন্যায়দর্শী নওশেরওয়ান ছিলেন তার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। পারস্যের এ মহান রাজা রোম সম্রাট জাস্টিনিয়ানের সমসাময়িক ছিলেন। ৫৩১ খ্রিস্টাব্দে তিনি পারস্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি একজন বড় সমর নেতা ও বিজেতা ছিলেন। বেসামরিক প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন করে তিনি সর্বাধিক সুনাম অর্জন করেন। তার চেষ্টায় রাজ্যের প্রশাসন ব্যবস্থার সব ত্রুটিবিচ্যুতি লোপ পায়। তিনি জমির খাজনা আদায়ের ব্যবস্থা সুসংগঠিত করেন। সেচ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন এবং সাম্রাজ্যের জন্য একটি স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলেন। একজন দক্ষ শাসক হিসেবে তিনি যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, এসব কাজই এর প্রমাণ। ন্যায়বিচারের জন্য তার যথেষ্ট সুখ্যাতি ছিল। নওশেরওয়ান একজন জ্ঞানী ব্যক্তি এবং জ্ঞান-বিজ্ঞানের মহান পৃষ্ঠপোষক ছিলেন। হরমিসদাসের পুত্র ও নওশেরওয়ানের প্রপৌত্র খসরু পারভেজ সাসানীয় বংশের শেষ শ্রেষ্ঠ রাজা ছিলেন। ৫৯০ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি বাইজানটাইন সম্রাট হেরাক্লিয়াসের সমসাময়িক ছিলেন। ঐতিহাসিক হাইক্স বলেন, 'খসরু পারভেজ সাহিত্য ও শিল্পানুরাগের জন্য পারস্য সম্রাটদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ। তার দোর্দণ্ড প্রতাপ, জাঁকজমক, ধন-সম্পদ এবং তার সুন্দরী খ্রিস্টান সহধর্মিণী শিরিনের প্রতি প্রেম ও কৃষ্ণবর্ণ অশ্ব শাবদিজের প্রতি গভীর মমত্ববোধের জন্যও তিনি সমান প্রসিদ্ধ ছিলেন।' তরুণ বয়সে খসরু পারভেজ নির্ভীক ও সাহসী ছিলেন। কিন্তু বৃদ্ধ বয়সে তিনি অত্যন্ত স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।