সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
মওদুদ বলেন, সাভার ট্র্যাজেডির ঘটনায় শত শত গার্মেন্টস শ্রমিক চাপা পড়ে মারা গেছেন। যারা উদ্ধার হয়েছে, তাদের অনেকে পঙ্গু হয়ে গেছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ে আছে। সরকারের মন্ত্রীরাও এখন বলতে শুরু করেছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড ঘটেছে।
সোহেল রানার বিরুদ্ধে করা দুই মামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে। এত মানুষের মৃত্যুর ঘটনার জন্য সোহেলসহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
নয় তলা রানা প্লাজার মালিক কথিত যুবলীগ নেতা সোহেল রানাকে রোববার ভারত সীমান্তের কাছে বেনাপোল থেকে গ্রেপ্তার করার পর সোমবার মুখ্য হাকিম আদালতের আদেশে তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রানা ছাড়াও ওই ভবনে থাকা পাঁচ কারখানার চার মালিক গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভবন ধসে হতাহতের ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ফৌজদারী দণ্ডবিধি ও ইমারত আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
আগামীর বাংলাদেশ নামক একটি সংগঠনে উদ্যোগে ‘সংবাদপত্রের স্বাধীনতা, বিপন্ন মানবতা: প্রেক্ষাপট সাভার ট্র্যাজেডি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, “যুবলীগ নেতা রানা সাভারে বেআইনিভাবে অর্থ উপার্জন করেছে। অনেকের সম্পত্তি দখল করেছে। আমরা দাবি করব, তার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে সাভার ট্র্যাজেডি ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারকে দেয়া হোক। ’’
একই সঙ্গে নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রত্যেককে ২০ লাখ টাকা অনুদান প্রদানের জন্যও সরকারের প্রতি দাবি জানান তিনি।
রানার গ্রেপ্তার সম্পর্কে তিনি বলেন, “পাঁচ দিনের মাথায় ঘটনার মূল নায়ক রানাকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই থেকে এটা স্পষ্ট ঢাকা থেকে রানাকে বেনাপোলে যেতে ক্ষমতাসীন দলের কেউ না কেউ সহযোগিতা করেছে। তবে এটা ঠিক জনগণের প্রচণ্ড চাপের মুখে রানাকে সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। ”
রানার ‘গুরু’ হিসেবে পরিচিত স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকেও গ্রেপ্তারের দাবি জানান মওদুদ।
সাভারের ঘটনাস্থলের উদ্ধার অভিযান ও আহতদের দেখতে ‘দেরিতে’ যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন বিএনপির এই সংসদ সদস্য।
সংগঠনের চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদসহ নেতারা বক্তব্য রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।