মানুষকে ভালোবাসি।
So many books, so little time.”-Frank Zappa(American Media personality)
এই দেশের একজন অন্যতম সেরা লেখকের দুঃখ ছিলো মানুষ এক জীবনে ১০ হাজারের বেশী বই পড়তে সক্ষম হয়না। লেখকের নাম হুমায়ুন আহমেদ। আমেরিকান মিউজিসিয়ান, ফিল্ম ডিরেক্তর ফ্রাঙ্ক যাপ্পা এই কথায় হইতো বলেছিলেন অন্য ভাবে“ এতো এতো বই অথচ এতো কম সময়”। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি!
একসময় নিয়মিত বই মেলায় যেতাম।
২০০৬/০৭/০৮/০৯। বই মেলায় হাসি হাসি মুখে ঢুকতাম আর খুব মন খারাপ করে বের হয়ে আসতাম বেশীর ভাগ সময়। কয়েক শ বই কেনার ইচ্ছে হয়েছে , কিনতে পেরেছি মাত্র ৫/৭ টা। আমার জীবনের সেরা স্বপ্ন ছিলো একদিন “সমস্ত বাংলাদেশ ৫ টন” জাতীয় একটা ট্রাক নিয়ে বই মেলায় হাজির হবো, এক ট্রাক বই কিনে বাড়ি ফিরবো। মানুষের জীবনে কত শখ থাকে! বড় বাড়ি, গাড়ি, বিশাল সম্পত্তি।
আমি শখ করেছি এক ট্রাক বইয়ের। স্বপ্নের ব্যাপারেও আমি খুব অকেজো রকমের সামান্য।
বন্ধুবান্ধব স্বজন দের কাছ থেকে প্রায় জোড় করে বই গিফট নেবার মতো ব্যাপার অনেক বার ঘটিয়েছি। আব্রাহাম লিঙ্কনের একটা মহান বাণী শুনিয়ে দিতাম সেই সব ক্ষেত্রে। “My Best Friend is a person who will give me a book I have not read.” ।
আমার সেরা বন্ধু হতে হলে আমাকে বই গিফট করতেই হবে , উপায় নেই। এই বানীতে কাজ হতো। দিন দিন আমার বেস্ট ফ্রেন্ডের সংখ্যা বাড়তে থাকলো, আমার লাইব্রেরীতে বইয়ের সংখ্যাও সেই সাথেই। আহা ! কি সুখের দিন রাত্রি সেইসব!
তারপর বই পড়ার অভ্যাস হঠাৎ করেই কমে গেলো। প্রিয় লেখক বনফুলের “পাঠকের মৃত্যু” যখন পড়েছিলাম সেই ছোট বেলায় অবাক হয়ে ভেবেছিলাম এও সম্ভব।
একজন বই পাগল মানুষ কিভাবে বই থেকে মন তুলে নিতে পারে। এখন বুঝি এও সম্ভব। দুঃখজনকভাবে সম্ভব। তবে বই মেলা আসলেই আমার পড়ার অভ্যাস একটু চাঙ্গা হয়ে ওঠে। সে আশা তেই আছি।
এবার নিশ্চয় আমি বই কিনবো, বই পড়বো। কাউকে কাউকে গিফট দিয়ে তার বেস্ট ফ্রেন্ড হবার চেষ্টাও করবো। আমার ফেসবুক ফ্রেন্ড অনেকের বই বে্র হবে। এক ট্রাক না হোক এক রিক্সা বই আমি কিনতেই পারি এখন!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।